ভাণ্ডারিয়ায় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন
ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকেলে থানা পুলিশের আয়োজনে ‘মুজিববর্ষ স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাবাডি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সহকারী কমিশনার ভূমি মো. তৈহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলার প্রমূখ।
ভাণ্ডারিয়া থানা পুলিশ মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তি উপলক্ষে এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করে। ২৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেলে ৩টা থেকে ৬ ঘটিকা পর্যন্ত এ খেলা অনুষ্ঠিত হবে। এতে ৪টি ইউনিয়ন থেকে মোট চারটি দল অংশ নেবে।