তৃণমূল প্রতিনিধিঃ পিরোজপুরের,মঠবাড়িয়ায়, মানবতার কল্যানে জন্য কাজ করে” (দাউদখালী মানব সেবা) সামাজিক সংগঠন উদ্যোগে এক অসুস্থ স্কুল পড়ুয়া ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান করে।
আজ (১৭ই মার্চ সোমবার) মিরুখালী ইউনিয়ানের, ছোট হারজী গ্রামে, দাউদখালী মানব সেবা সামাজিক সংগঠন এর পক্ষ থেকে স্থানীয় সপ্তম শ্রেণীতে পড়ুয়া মোসাঃ সাদিয়া (১২) কে আর্থিক সহায়তা প্রদান করেন। এই সময় উপস্থিত ছিল সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রিয়াজুল ইসলাম সজিব, সদস্য, মোঃতামিম গাজী,মোঃইমন গাজী, মোঃবাসিদ গাজী, মোঃ জালাল, মোঃ অনিক সহ এলাকার সামাজিক ও মুরব্বিয়ান গণ উপস্থিত ছিলেন।
এসময় মানবসেবা সংগঠন এর প্রতিষ্ঠাতাঃ রিয়াজুল ইসলাম সজিব বলেন, আমাদের উদ্দেশ্য দুস্থ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়া। সকলের দোয়ায় ও সহযোগিতা পেলে ইনশাল্লাহ সামনে বড় পরিসরে কাজ করবো এ কর্মসূচীর আওতায় আর্থিক সহায়তা প্রদান, সেচ্ছায় রক্তদান, ও যুব সমাজকে শারীরিক ও মানসিক সুস্থ রাখার জন্য বই ও খেলাধুলা সামগ্রী প্রদান করা।
সাদিয়ার মা বলেন, সাদিয়ার বুকের উপর একটি টিউমার হয়েছে, তাইন দীর্গ দিন দরে সাদিয়া শারীরিকভাবে খুব অসুস্থ, কিছুদিন ধরে ঢাকা একটি হসপিটালে ভর্তি আছেন। ডা. বলছেন অপারেশন করতে হবে, তাতে অনেক টাকার প্রয়োজন আমি গরীব মানুষ এতো টাকা পাবো কোথায়।আপনাদের এই সংগঠন এর মাধ্যমে আমার মেয়েকে আর্থিক সহযোগিতা করার জন্য অনুরোধ করছি, যোগাযোগের জন্য সাদিয়ার মায়ের, ফোন নাম্বার-(01751358302)