1. admin@dainiktrinamoolsangbad.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় ১০৬ বছর পর থানার জমি উদ্ধার। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল .. এ কে এম এ আউয়াল। সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী -মহিউদ্দিন মহারাজ !! আড়িয়াল খাঁ নদীর উপর হতে যাচ্ছে সেতু কথা দিয়ে কথা রাখলেন — আবুল হাসানাত!! হিজলায় অবসরপ্রাপ্ত বিজেপি সদস্যের রহস্যময় মৃত্যু লাশ উদ্ধার ।। হিজলায় সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও’র মতবিনিময়! নলছিটিতে জমজমাট কোচিং বাণিজ্য! হিজলায় ধর্ষণ মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি হিজলায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ। ভারসম্যহীন নারীর নবজাতক শিশুটি”এখন ছোটমণি নিবাসে!

এইচ এম জুয়েল
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৫ বার পঠিত

ভাÐারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ছাত্রসমাজের
৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ড় ভাÐারিয়া অফিসঃ
পিরোজপুরের ভাÐারিয়ায় বৃহস্পতিবার (২ফেব) বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পার্টি জেপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে দিন ব্যপি কর্মসূচির মধ্যে ছিল সকালে স্থানীয় রিজার্ভ পুকুর পাড় উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বিকালে বাদ্য বাজনা সহ এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা এবং কেক কাটা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টিÑ জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের সাথে সৌজন্য মতবিনিময় করেন এবং সকলকে ধন্যবাদ জানান।
আলোচনা সভায় জাতীয় ছাত্রসমাজের উপজেলা আহবায়ক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেপির উপজেলা সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সহসভাপতি ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম খোকন সিকদার, মো.জামাল উদ্দিন লিটন, যুবসংহতির উপজেলা সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার, ছাত্রসমাজের উপজেলা যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান রাজু,সিনিয়র সদস্য মো.শফিকুল ইসলাম পৌর ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক জুনায়েদ খন্দকার ও ইমরান জোমাদ্দার প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জেপি নেতা ফিরোজ আলম,মো. খোকন মৃধা, পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা যুবসংহতির আহবায়ক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, স্বেচ্ছা সেবক পার্টির উপজেলা সভাপতি মো. মনির সরদার, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সভাপতি মো. রেজা আহম্মেদ দুলাল, মো. কাজী আনোয়ার হোসেন রিপন, জেপির মহিলা নেত্রী ও পৌর কাউন্সিলর বেবী আক্তার, মঞ্জু রানী সিংহ, ফাতেমা আক্তার, পৌর কাউন্সিলর মো. হারুন মুন্সি,যুবসংহতির মো. লিটন তালুকদার, আবুবক্কর মাস্টার,মো. হাসান জোমাদ্দার, সালমান খান বাদশা,আজিজুল হক বাবু, ছাত্রসমাজের মো. সজীব কাজী, নারী নেত্রী পারভিন রহমান,শিরিন খান,নাসিমা আক্তার,শাহানা ফরিদ ও অনামিকা রানী সহ জেপি ও তার অঙ্গসংগঠনের উপজেলা,পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিল।
সভায় জেষ্ঠ্য বক্তারা বলেন, দেশের উন্নয়ন সংগ্রাম সহ যে কোন দাবী আদায়ে সকল রাজনৈকিত দলের মূল চালিকাশক্তি হল ছাত্রসংগঠন। ’৫২এর ভাষা আন্দোলন,’৬২,’৬৬,’৬৯ ,’৭১সহ যে কোন সময় ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে লড়াই সংগ্রাম শুরু করেছে এই ছাত্রসংগঠন । তার মধ্যে অনেকে জীবণও দান করেছেন। তাই দেশের নের্তৃত্বে আসতে হলে এই ছাত্রসংগঠনকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মাদক, সন্ত্রাস এর বিরুদ্ধে লড়াই করতে হবে। জাতীয় পাটির্- জেপি দীর্ঘ ৩৮বছর ধরে সকলকে ঐক্যবদ্ধ রেখে উন্নয়নের রাজনীতি করে আসছে। কখোনোই সহিংসতার রাজনীতি করেনা। এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছে। সে ধারা অব্যাহত রাখতে আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয় পাটির্- জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির হাতকে শক্তিশালী করতে সকলকে সুসংগঠিত থেকে ঐক্যব্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক তৃণমূল সংবাদ
Theme Customized BY Theme Park BD