তৃণমূল ডেক্সঃ মঙ্গলবার রাতে ’সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারার পর তার মনের ইচ্ছা অতৃপ্তি রয়ে গেল সাবেক মিস ক্রোয়েশিয়া ও মডেল ইভানা। তিনি ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনা খেলায় হেরে গেলে গ্যালারিতে নগ্ন হয়ে উল্লাস করবেন । সে আশায় গুড়ে বালি, নিমিষেই স্নিগ্ধ হাসি বিষাদার হয়ে যায়।
এবারের কাতার বিশ্বকাপে খেলার পাশাপাশি ক্রোয়েশিয়ার এই সুন্দরী নিজেকে বেশ আলোচিত করে তুলেছেন। নিত্যনতুন ডিজাইনের পোশাক পরে মাতিয়ে রাখছেন গ্যালারি। গ্যালারিতে তাঁর ছবি বারবার ভাইরাল হয়েছে। স্বল্প পোশাকে গ্যালারিতে হাজির হওয়া নিয়ে নিরাপত্তাকর্মীদের চোখ রাঙানিও দেখেছে। কিন্তু তাতেও দমে যাননি। নিজেকে নিজের মতো করেই ক্রোয়েশিয়া খেলোয়াড়দের উৎসাহ দিতে খোলামেলাভাবে (অর্ধনগ্ন) উপস্থাপন করেছেন।
উল্লেখ্য মুসলিম জাহান আরবের কাতার বিশ্বকাপে খোলামেলা পোশাকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার, কিন্তু সেই আদেশ শিথিল হয়ে যায় এবং এই অর্ধনগ্ন মডেলের সাথে ছবি তুলতে ভুলে যাইনি আরব দর্শক।
৩০ বছর বয়সি ইভানা এক সময়ে ক্রোয়েশিয়ার সেরা সুন্দরী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জাতীয় দলকে সমর্থন করতেই তিনি কাতারে এসেছেন।