তৃণমূল প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধানবক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য শেখ শহীদুল্লাহ শহীদ, নাদির খান রাজু, কে এম সাখাওয়াত হোসেন প্রমুূখ।
এছাড়াও জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ানের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।