তৃণমূল প্রতিনিধিঃ আগামী ১৭ অক্টোবর দেশের ৬১ জেলায় জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার (৩ সেপ্টেম্বর) তেলিখালী হরিণ পালা জেলা পরিষদ ডাকবাংলা সম্মুখে পিরোজপুর জেলার সাতটি উপজেলা থেকে কয়েক হাজার জনপ্রতিনিধি (ভোটার গণ) রাজনৈতিক ও মিডিয়া কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর দুই আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এ সময় আরো উপস্থিত ছিলেন ৭টি উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য সহ আওয়ামী লীগের নেতাকর্মী।
আসন্ন নির্বাচনে পিরোজপুর জেলা পরিষদে মো.মহিউদ্দিন মহারাজ তেমনি একজন ঘোষিত প্রার্থী। তিনি গত পাঁচ বছর বাংলাদেশের প্রথম নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এবং ১৭ এপ্রিল থেকে তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
ইতিমধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন পিরোজপুর জেলার সব জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে ব্যাপক উন্নয়নমূলক কাজে অংশ নেওয়া মহিউদ্দিন মহারাজের পক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের ভোটাররা। সাত উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর জেলা। যেখানে জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৭৪৭ জন। এদের মধ্যে ৭০৪ জন ভোটারা তার পক্ষে স্বাক্ষর দিয়ে লিখিতভাবে সমর্থন জানিয়েছেন এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বাক্ষরসংবলিত একটি বই পাঠিয়েছেন।
আইন অনুযায়ী, সংশ্লিষ্ট জেলার উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিরা জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। তাদের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত হন জেলা পরিষদ চেয়ারম্যান।
পিরোজপুর-১ সদর আসনের। পিরোজপুর সদর উপজেলায় ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১০৭ জন ভোটারের মধ্যে স্বাক্ষর দিয়ে সমর্থন করেছেন ৭৯ জন। নাজিরপুর উপজেলায় ৯টি ইউনিয়নে ভোটার আছেন ১২০ জন। এই উপজেলার সব ভোটার তার পক্ষে স্বাক্ষর দিয়ে সমর্থন জানিয়েছেন। নেছারাবাদ উপজেলায় ইউনিয়ন ১০টি ও পৌরসভা ১টি। যেখানে মোট ভোটার ১৪৬। যার মধ্যে মহিউদ্দিন মহারাজের পক্ষে স্বাক্ষর করেছেন ১৪০
পিরোজপুর-২ আসনের ভান্ডারিয়া সদর উপজেলায় ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯২ জন ভোটারের সবাই সমর্থন করেছেন তাকে। কাউখালী ৫টি ইউনিয়নে ৬৮জন ভোটার এবং ইন্দুরকানী উপজেলায় ৫টি ইউনিয়নে ৬৮ জন ভোটার এরা সবাই স্বাক্ষর দিয়ে মহিউদ্দিন মহারাজকে সমর্থন জানিয়েছেন।
এ ছাড়া পিরোজপুর-৩ আসনের মঠবাড়িয়া উপজেলায় ১১টি ইউনিয়নের ১৪৬ জন ভোটারের মধ্যে ১৩৭ জনই স্বাক্ষর দিয়ে সমর্থন জানিয়েছেন মহিউদ্দিন মহারাজকে।
লিখিত সমর্থন দেওয়া বইটিতে দেখা যায়, পিরোজপুর সদর উপজেলার ২৮ জন, নাজিরপুরের ৬জন ও মঠবাড়িয়া উপজেলার ৯ জন ছাড়া বাকি ৯৪ দশমিক ২৫ শতাংশ ভোটারই মহিউদ্দিন মহারাজের পক্ষে অগ্রিম সমর্থন জানিয়েছেন।
এ বিষয়ে মহিউদ্দিন মহারাজ জানান আশা করি বঙ্গবন্ধুর কন্যা মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার সাতটি উপজেলার জনপ্রতিনিধি ভোটারদের সমর্থন বিবেচনা করে আমাকে আওয়ামী লীগ থেকে সমর্থন দিবে।