তৃণমূল বিনোদন:- মিস ইউনিভার্স’-এর খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু। ২১ বছর পর আবারও ‘বিশ্বসুন্দরী’ পেল ভারত। এবারও খেতাবটি জিতলেন এক পাঞ্জাবি রূপসী। এর আগে ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত। তাঁর আগে বাঙালি সুস্মিতা সেন। সান্ধু তৃতীয় ভারতীয় হিসেবে এ খেতাব জিতলেন।
পাঞ্জাবি লেডি রূপসী “হারনাজ সান্ধু” অত্যন্ত মেধাবী এবং বেশ কয়েকটি ভাষায় পারদর্শী
গতকাল রোববার রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্সের আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের ২১ বছরের তরুণী হারনাজ সান্ধু।
২০১৭ সালে হারনাজ মডেলিং শুরু করেন
২০১৭ সালে হারনাজ মডেলিং শুরু করেন
২০১৭ সালে হারনাজ মডেলিং শুরু করেন। তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তরের শিক্ষার্থী। এর আগে তিনি ২০১৯ সালে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাবে বিজয়ী হয়েছিলেন। হারনাজের মা একজন গাইনি চিকিৎসক। তাঁর অনুপ্রেরণাই হারনাজকে সাফল্য এনে দিয়েছে। হারনাজ একাধারে হিন্দি, পাঞ্জাবি ও ইংরেজি ভাষায় দক্ষ। তিনি পাঞ্জাবি ভাষায় শের লিখতে ভালোবাসেন। এ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সাফল্য উদ্যাপন করছেন ভক্তরা।