এইচ এম জুয়েল:- আসন্ন পিরোজপুর ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাইকেল মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল কবির তালুকদার (স্বপন) এর মৃত্যুতে ওই পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে । তবে উক্ত ইউনিয়নে ওয়াড পর্যায় অন্য অন্য সদস্য পদের জন্য নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইন্দুরকানী সদর ইউনিয়ন নির্বাচন স্থগিতের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম।
নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত থাকবে। তবে ইউপি সদস্য পদে নির্বাচন নির্ধারিত তারিখ ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টি (জেপি) মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল কবির তালুকদার (স্বপন) (৬০) বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে লিভার সিরোসিস হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আসাদুল কবির তালুকদার (স্বপন) সাইকেল মার্কার জেপি প্রার্থী ছিলেন। তিনি ইন্দুরকানী উপজেলার বৃহত্তম পত্তাশী ইউনিয়নের সাবেক (২বার) চেয়ারম্যান ছিলেন। বর্তমানে নবগঠিত ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদে জেপি মনোনীত সাইকেল মার্কা প্রতীক নিয়ে- আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ মোবারক আলী হাওলাদার এর সাথে চেয়ারম্যান প্রার্থীরতার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির জেপি’র চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও দলীয় নেতাকর্মীরা।তার আত্মার মাগফেরাত কামনা করে বলেন ইন্দুরকানীতে তাদের জাতীয় পার্টি জেপি’র অপূরণীয় ক্ষতি হয়েছে।
ইন্দুরকানী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে নির্বাচনী আইনে সংশ্লিষ্ট পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত থাকবে। ইউপি সদস্য পদের নির্বাচন চলবে।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম জানান, নির্বাচন আইন অনুযায়ী কোনো প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন স্থগিত করা হবে। তাই তার মৃত্যুতে ইন্দুরকানী সদর ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে; তবে ইউপি সদস্য পদে নির্বাচন যথারীতি অনুষ্ঠিত হবে।
এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ইন্দুরকানী বন্দরে।
মরহুম স্বপন চেয়ারম্যানের প্রতি সম্মান দেখিয়ে জিয়ানগর (ইন্দুরকানী) বাজার বনিক সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত দোকান বন্ধ রেখে তার রুহের মাগফেরাত কামনা করেন।তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সকল ব্যবসায়ী এবং সমিতির নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তালুকদার পরিবার।