এইচ এম জুয়েল :- পিরোজপুর জেলা দাবা লীগ-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১টায় জেলা স্টেডিয়ামে জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে র্ভাচ্যুয়ালে বক্তব্য রাখেন মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ.ম.রেজাউল করিম এমপি। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মাওলা নকীব, প্রেসক্লাবের এডহক কমিটির আহ্বায়ক গৌতম নারায়ণ চৌধুরী।অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লাহ আজাদ হোসেন।
প্রধান অতিথি প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি ভার্চুয়াল অংশ নিয়ে বলেন বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্ন ধর্মীয় দাঙ্গা সৃষ্টি হয়েছে সেটা শান্তিময় দেশের জন্য কাম্য ছিল না। তবে তুলনামূলক ভাবে পিরোজপুর বাসী পরস্পরের প্রতি সহনশীল অবস্থা বজায় রেখেছেন। আমরা সকলে মিলেমিশে যেন উন্নয়নের ধারা অব্যাহত রেখে রাজনৈতিক চর্চা করি। এবং ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রে বসবাস করতে পারি। সেদিকে সকলেই খেয়াল রাখবেন।
চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার তুলে দেন
জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ নেতৃবৃন্দ
দাবা লীগে জেলার ৮টি ক্লাবের মোট ৪৮ জন নারী ও পুরুষ খেলোয়ার অংশ গ্রহন করেন। দাবা লীগে চ্যাম্পিয়ন হয় পিরোজপুর সোনালী অতীত ক্লাব এবং রানার্সআপ হয় শহীদ খোকন স্মৃতি ক্লাব।