ভান্ডারিয়া প্রতিনিধি:- সোমবার (১১ অক্টোবর) পিরোজপুরের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিটের আয়োজনে এক দিনব্যাপী টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) অর্জনে উপর সমবায়ীদের নিয়ে ভান্ডারিয়া উপজেলা অডিটোরিয়ামে এক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় ৫টি সমবায় সমিতি থেকে ২৫ জন নারী ও পুরুষ সদস্যদের নিয়ে এক দিনব্যাপী এই ভ্রাম্যমান উন্নয়নমূলক প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর ও মোঃ শফিকুল ইসলাম জেলা সমবায় কর্মকর্তা পিরোজপুর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরপরই সমবায় অধিদপ্তরের কার্যক্রম চালু করেন। যেন মানুষ সমবায়ের মাধ্যমে একত্রিত হয়ে বিধ্বস্ত দেশ থেকে স্বাবলম্বী হতে পারে।
জেলা সমবায় কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন “সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ” সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক উন্নতি করা সম্ভব তাই আমরা সমবায়ের মাধ্যমে এগিয়ে যাব।
ট্রেইনার হিসেবে ভাণ্ডারিয়ার সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সমিতির সদস্যরা যেন মৎস্য চাষ করে অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারে সে ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা ও কলাকৌশলের উপার আলোচনা করেন।
উপজেলা সমবায় অফিসার মোঃ মঈনুল হাসান সমিতির গঠনমূলক, শেয়ার সঞ্চয়, ঋণ কার্যক্রম, এজিএম ও নির্বাচনের উপর বিভিন্ন দিক নিয়ে আলোচনা রাখেন।
এদিকে দিন ব্যাপী সদস্যদের মাঝে প্রশিক্ষণ দেন জেলা সমবায় কার্যালয়ে সহ প্রাশিক্ষক রীনা রানী মজুমদার। গৌরীপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি শাহাদাত হোসেন বলেন মাঝে মাঝে এরকম প্রশিক্ষণ হলে আমরা সমিতির ভুল ত্রুটি সংশোধন মাধ্যমে কার্যক্রম আরো বেগবান হবে। উক্ত প্রশিক্ষণ বাস্তবায় করেন উপজেলা সমবায় কার্যালয় ভান্ডারিয়া।