1. admin@dainiktrinamoolsangbad.com : admin :
সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় পরিত্যক্ত ভবনে লাইব্রেরী” প্রচন্ড তাপদাহে টিনশেডে শিশুদের ক্লাস! মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের “সভাপতি নাজমুল-সম্পাদক কামরুল! হিজলায় প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে এফ এ আর গ্রুপের গরু বিতরণ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’ ভান্ডারিয়ায় কলেজ পর্যায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক “নুরুজ্জামান হাওলাদার ঘূর্ণিঝড়ে জন্ম নিয়েছে শিশু” মা’ নাম রেখেছে মোখা! ভান্ডারিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কমিটি গঠন, সভাপতি মনির-সম্পাদক পলাশ! পিরোজপুর জেলা জাতীয় যুব সংহতির”  হাফিজুর রহমান আহবায়ক ও আবুল কালাম সদস্য সচিব। মঠবাড়িয়ায় মানবসেবা সংগঠনের পক্ষ থেকে অসুস্থ ছাত্রীকে “আর্থিক সহায়তা। র‌্যাবের অভিযানে “মঠবাড়িয়া পুলিশের উপর হামলার ৫ আসামি গ্রেপ্তার। আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে ভান্ডারিয়ায় যুব মহিলাদের প্রশিক্ষণ।

সামাজিক কাজে এগিয়ে যাচ্ছে “তরুণ স্বপ্ন” সংগঠন

নিজস্ব প্রতিনিধি:-
  • আপডেট সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৪ বার পঠিত

সামাজিক কাজে এগিয়ে যাচ্ছে

“তরুণ স্বপ্ন” সংগঠন

 ম. হুমায়ুন তালুকদার :-  সামাজিক কাজে এগিয়ে   “তরুণ স্বপ্ন” সংগঠন আমরা তরুণ সমাজের নতুন কারিগর মেইল বক্স সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুদ্ধিদীপ্ত তরুণদের নানা মতের প্রতিফলন। এসব মতামত সবটা নেতিবাচক নয়। অনেক তরুণ মিলে ফেসবুক ভিত্তিক যখন নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালিত হয় তখন সে তারুণ্য সমাজে দৃষ্টান্ত হয়ে ওঠে।

     সংগঠনের মেডিকেল টিম সেবা দিচ্ছে

তেমনই দৃষ্টান্ত স্হাপন করেছেন “তরুণ স্বপ্ন” সামাজিক সংগঠন ঢাকা রাজধানীতে মুগদা থানা কেন্দ্রীক এ সংগঠনটি এখন একটি পরিচিত সংগঠন নানা ধরনের সামাজিক কাজের মাধ্যমে দেশজুড়ে তাদের সুনাম ছড়িয়ে পরছে।

কতিপয় মেধাবী তরুণ মিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গড়ে তুলেছেন “তরুণ স্বপ্ন” কিন্তু সোস্যাল মিডিয়া ফেজবুক নয় বাস্তবেই অল্প সময়ে নিজেদের ব্যাক্তিগত তহবিল থেকে কাজ করে যাচ্ছেন “তরুণ স্বপ্ন”।উদ্যোক্তা এসব তরুণরা এলাকায় নানা সামাজিক ও মানবিক নানা কর্মকান্ড বাস্তবায়ন করে এলাকায় আশার দৃষ্টান্ত স্থাপন করেছেন।একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। মুগদা,মান্ডা,বাসাবোসহ আশেপাশে সংগঠনটি সুনাম অর্জন করেছেন।

এক বেলার আহার নামে একটি প্রোগ্রাম করে আলোচনায় আসে সংগঠনটি এরপর থেকে করোনাকালে সচেতনতা,মাস্ক বিতরণ,এক বেলার আহার খাবার বিতরণ,মাদ্রাসায় এতিমদের মাঝে পবিত্র কুরআন উপহার,প্রতিবন্ধীদের ঈদ সামগ্রী বিতরণ,ফ্রী মেডিকেল ক্যাম্পিংসহ বিভিন্ন সময় অসহায়দের সহযোগীতাসহ নানান ধরনের সামাজিক কাজ করে সংগঠনটি এখন একটি আদর্শ সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশেষ করে মুমুর্ষ রোগীদের রক্তদান সংগঠনের সকলেই প্রতিনিয়ত রক্তদান করেন।এলাকা এবং এলাকার বাইরের রোগীদের রক্তের প্রোয়োজনে ছুটে চলেন তরুণ সমাজের নতুন এ কারিগর।একটি সামাজিক পরিবর্তনই মুল উদ্দেশ্য।

তরুণ স্বপ্ন নেতৃত্ব দিচ্ছেন একঝাক মানবিক তরুণ-তরুনী অন্যান্য পরিচালকের মধ্যে রয়েছেন ওয়াজিদুল খান ইমন,রিয়াজুল ইসলাম ফারহান, মোঃ রাসেল শেখ, সৃতি আক্তার, তানিয়া আক্তার, ফাতেমা সরকার, ইমতিয়াজ আহাম্মেদ ওয়াহিদ, মাহাতাব ইসলাম মুন্না, সাবনাজ আক্তার, আফরিন সৃতি, মাহবুব রহমান বুলবুল, জিদান চৌধুরী, শাওন আহমেদ মারুফ ,জয় হাসিব,মরিয়ম আকতার ,ফরাজানা মীমসহ আরও অনেকেই ।“তরুণ স্বপ্ন” সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক গোলাম কিবরিয়া খান রাজা,সাংবাদিক ম.হুমায়ুন তালুকদার।

সংগঠনের বিশেষ বেশিষ্ট হল সবাই একত্রিত নিজেদের ব্যাক্তিগত খরচেই সকল প্রোগ্রাম করেন ।

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক তৃণমূল সংবাদ
Theme Customized BY Theme Park BD