ভান্ডারিয়ায় পূর্ব জের ধরে শিক্ষককে পিটিয়ে আহত
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামে তুচ্ছ ঘটনায় শিক্ষক মোস্তফা হাওলাদার ও তার স্ত্রী নার্গিস বেগমের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ। আহত দম্পতিকে শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষক মোস্তফা হাওলাদার জানান, শুক্রবার ৫ বছরের শিশু সন্তানকে নিয়ে জুমার নামাজ পড়িয়ে বাড়ী ফেরার পথে বাদশা হাওলাদার এর বাড়ী সংলগ্ন সড়কে পূর্ব শত্রুতার জেরে কুকুর মারার অসত্য অভিযোগ তুলে আতরখালী গ্রামের অটো চালক মাহিম মোল্লা, এর বড় ভাই তুহিন মোল্লা, বাবা হাবিব মোল্লাসহ অপর আরও ৭ সহযোগী মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ওই শিক্ষকের ডাক চিৎকারে স্ত্রী নার্গিস বেগম তার স্বজনরা ঘটনাস্থলে ছুটে এলে তার স্ত্রীর ওপরও হামলা চালিয়ে এবং শ্লিলতাহানী করে এ চক্রটি। এক পর্যায়ে আতরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মোস্তফা হাওলাদারকে শ্বাষ রোধ করে হত্যার চেষ্টা চালায় অটোচালক মাহিম ও তার ভাই তুহিন। পরে প্রতিবেশীরা ওই দম্পতিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবিষয় মোস্তফা হাওলাদার ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয় ।