1. admin@dainiktrinamoolsangbad.com : admin :
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার অভাবে বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র” তীব্র গরমে বিদ্যুতের লোডশেডিং!  পাথরঘাটায় পরিত্যক্ত ভবনে লাইব্রেরী” প্রচন্ড তাপদাহে টিনশেডে শিশুদের ক্লাস! মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের “সভাপতি নাজমুল-সম্পাদক কামরুল! হিজলায় প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে এফ এ আর গ্রুপের গরু বিতরণ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’ ভান্ডারিয়ায় কলেজ পর্যায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক “নুরুজ্জামান হাওলাদার ঘূর্ণিঝড়ে জন্ম নিয়েছে শিশু” মা’ নাম রেখেছে মোখা! ভান্ডারিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কমিটি গঠন, সভাপতি মনির-সম্পাদক পলাশ! পিরোজপুর জেলা জাতীয় যুব সংহতির”  হাফিজুর রহমান আহবায়ক ও আবুল কালাম সদস্য সচিব। মঠবাড়িয়ায় মানবসেবা সংগঠনের পক্ষ থেকে অসুস্থ ছাত্রীকে “আর্থিক সহায়তা। র‌্যাবের অভিযানে “মঠবাড়িয়া পুলিশের উপর হামলার ৫ আসামি গ্রেপ্তার।

নিজস্ব প্রতিনিধি:-
  • আপডেট সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ২৫৮ বার পঠিত

তামিম-মুশফিকদের ছাড় নেই, ঘরবন্দি থাকতে হবে ১৪ দিন

ক্রিয়েট এক্স:- ক্রিকেটের স্বার্থে বরাবরই পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার। চাহিদার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছে। তবে এবার পরিস্থিতি একেবারে ভিন্ন। দেশের স্বার্থ বড় করে দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শ্রীলঙ্কা থেকে দেশে ফেরা ক্রিকেটারদের কোয়ারেন্টাইন প্রক্রিয়া কমানোর যে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটি আমলে নেয়নি বাংলাদেশ সরকার।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার বেশ শক্ত পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। জানানো হয়েছে, বিদেশ থেকে কেউ দেশে ফিরলে তাকে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। বাংলাদেশ দল শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে গতকাল (মঙ্গলবার)। দল ফেরার আগে বিসিবি আবেদন জানিয়েছিল, কোয়ারেন্টাইন প্রক্রিয়া কমানোর জন্য।

তবে ক্রিকেট বোর্ডের প্রস্তাব নাকচ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও প্রাতিষ্ঠানিক নয়, হোম কোয়ারেন্টাইনের অনুমতি মিলেছে। তবে ১৪ দিনই ঘরবন্দি থাকতে হবে তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের। বুধবার খবর উঠে ১৪ দিনের কোয়ারেন্টাইন প্রক্রিয়া কমে ৩ দিনে নেমে এসেছে। সেটিকে ভিত্তিহীন বলে জানালেন বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী।

এ প্রসঙ্গে দেবাশিষ বলেন, ‘এমন কথা (৩ দিনের কোয়ারেন্টাইন) আমিও শুনেছি। তবে এটি সত্য নয়। আমরা এখনো ছাড়পত্র পাইনি। চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেহেতু সামনে শ্রীলঙ্কা সিরিজ, ক্রিকেটারদের অনুশীলনের ব্যাপার আছে, এজন্য আমরা আলোচনা চালাচ্ছি। তবে বর্তমান পরিস্থিতিতে তারাও অনেক ব্যস্ত। যোগাযোগ প্রক্রিয়াটা সহজ নয়।

এরই মধ্যে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। যেখানে দেশে থাকা ক্রিকেটাররা অনুশীলনে নেমেছেন গত ২ মে থেকে। মাঝে একদিন বিরতি দিয়ে এই অনুশীলন পর্ব চলবে ৯ তারিখ পর্যন্ত। এরপর ১০ থেকে ১৭ মে আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে যাবেন ক্রিকেটাররা। ১৪ দিনের কোয়ারেন্টাইন হলে ঈদের আগে অনুশীলনে নামার সুযোগ নেই লঙ্কা থেকে আসা খেলোয়াড়দের সামনে।

এবার কোয়ারেন্টাইন শিথিলতা না দেখালেও এর আগে বারংবার দেশের ক্রিকেট ও ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়েছে সরকার। একাধিক ক্রিকেটারের সঙ্গে বিদেশি কোচিং স্টাফ ও প্রধান কিউরেটর বিদেশ থেকে ফিরলেও নীতিমান পরিবর্তন করে তাদের দ্রুত মাঠে ফেরার সুযোগ করে দিয়েছে।

এবারের পরিস্থিতি একেবারে ভিন্ন। শ্রীলঙ্কা থেকে ফেরা জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি আইপিএল খেলতে যাওয়া সাকিব হাসান ও মুস্তাফিজুর রহমানের বিষয়েও নমনীয় হবে না স্বাস্থ্য মন্ত্রণালয়, সেটি জানিয়ে দিয়েছে আগেই।

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক তৃণমূল সংবাদ
Theme Customized BY Theme Park BD