টানা উত্থানের মধ্য দিয়ে চলছে দেশের পুঁজিবাজারে লেনদেন। চাঙ্গা বাজারে সূচক ও লেনদেনের গ্রাফ ঊর্ধ্বমুখী।এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেনের পরিমাণ ২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে দশমিক ৬২ শতাংশ। ৫ হাজার ৬১৯ পয়েন্ট নিয়ে লেনদেন শুরু করা ডিএসইএক্স শেষ পর্যন্ত ৫ হাজার ৬৫২ পয়েন্টে অবস্থান করছিল, যা আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ বেশি ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ১৩ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ বেড়ে গতকাল লেনদেন শেষে ২ হাজার ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন যা ছিল ২ হাজার ৭৯ পয়েন্ট। তবে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল ১ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ কমেছে দিনশেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ২৯৮ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৯৯ পয়েন্ট। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত ছিল ৬৩টি সিকিউরিটিজের বাজারদর। গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, পাওয়ারগ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও বিডি ফাইন্যান্স। গতকাল এক্সচেঞ্জটিতে সমাপনী দরের ভিত্তিতে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, জিবিবি পাওয়ার লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, রবি আজিয়াটা লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ও বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ৬১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮৭১ পয়েন্টে অবস্থান করছে আগের কার্যদিবস শেষে সূচকটির অবস্থান ছিল ৯ হাজার ৮১০ পয়েন্টে এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত ছিল ৪০টির বাজারদর।গতকাল ডিএসইতে টাকার অংকে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।এদিন এক্সচেঞ্জটিতে মোট ২ হাজার ১৯৩ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ টাকা।গতকাল সিএসইতেও টাকার অংকে লেনদেন বেড়েছে এদিন এক্সচেঞ্জটিতে মোট ৮১ কোটি ৫০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬৭ কোটি ২৭ লাখ টাকা।