হিজলা সংবাদদাতাঃ বরিশালের হিজলা প্রেসক্লাবে সাংবাদিকদের নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ সেপ্টেম্বর বেলা ১১ টার সময় হিজলা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত জরুরী সভায় হিজলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তর ও মাই টিভি হিজলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে,যায়যায়দিন পত্রিকার হিজলা প্রতিনিধি ও সাধারণত সম্পাদক মোঃ সুমনুর রহমান সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হিজলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রেমজী লাল দাস, প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আলম রাজু, সহ-সভাপতি নাসির উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল হক সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক ভূইয়া,দৈনিক ইত্তেফাকের হিজলা সংবাদদাতা ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আলহাজ, সদস্য কাজী নজরুল, ফখরউদ্দিন ফোরকানসহ সাংবাদিকবৃন্দ।এ সময় সংবাদকর্মীরা ভোটার তালিকা হালনাগার করে সুষ্ঠু নির্বাচন, সাংবাদিকদের দ্বিধা বিভক্তির ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে কলম যোদ্ধারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।মোঃ দেলোয়ার হোসেন বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, তাই প্রত্যেক সাংবাদিকের সঠিক তথ্য সংগ্রহের মধ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য উদার্র্থ আহ্বান জানান।তিনি আরো বলেন, ঐতিহ্যবাহী হিজলা প্রেসক্লাবের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে এ ব্যপারে সকলকে সজাগ থাকতে হবে।