মোঃ আলহাজ হিজলা থেকেঃ বরিশালের হিজলায় মৎস্য কর্মকর্তার নির্দেশে নৌকার মাঝিদের হামলা, ভাঙচুর,ও লুটপাটের প্রতিবাদে হিজলায় কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
এ সময় বক্তব্য রাখেন,হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,সাধারন সম্পাদক সুমনুর রহমান সোহাগ,মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোঃ নুরনবী,মোঃসাইফুল ইসলাম,মোঃমিলন সরদার,মোঃ আলহাজ, মাহবুবুল হক সুমন, তালুকদার মোঃ মামুন,কাজির হাট থানার মানবাধিকার কর্মী রুবিনা ইয়াসমিন অন্তরা ও সাংবাদিক তারেক সহ অনেকে।
এ সময় ভক্তারা মৎস্য ও প্রশাসনের সকল দপ্তর কে উদ্দেশ্য করে বলেন, হিজলার সাংবাদিকরা কোন প্রকার অনিয়ম ও দুর্নীতির সাথে আপস করে না,আগেও করেনি ভবিষ্যতেও করবে না। সকল সাংবাদিকদের দাবি দুর্নীতিবাজ মৎস্য কর্মকর্তাকে দ্রুত এখান থেকে অপসারণ করতে হবে।উল্লেখ্য গত ২২ অক্টোবর হিজলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ অভিযান চালিয়ে মৎস্য ব্যবসায়ীদের ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুইশত মন মাছ জব্দ করে। জব্দকৃত মাছ বেলা ১ টার দিকে নৌ পুলিশ ফাঁড়ির সামনে আনা হয়। কিছু মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করে। জব্দকৃত মাছের মধ্যে শতাধিক পাঙ্গাসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল বলে জানা যায়। ওই মাছগুলো মৎস্য কর্মকর্তা তার মৎস্য অফিসের পালিত বাহিনী ও নদী পাহারাদার বারেক মোল্লা, কাজী হানিফ, আরিফসহ একাধিক সদস্যদের মাধ্যমে নিয়ে যাওয়ার সময় জনগণের রোশানলে পরে। এ সময় সাংবাদিকরা তার চিত্র তুলতে গেলে সাংবাদিকদের ক্যামেরা ও প্রেসক্লাবে ঢুকে চেয়ার, টিভিসহ আসবাাবপত্র ভাংচুর করে মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ’র নেতৃত্বে। এই সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলার সকল সাংবাদিকবৃন্দ ছুটে আসলে অভিযুক্ত সকলে পালিয়ে যায়।এ ঘটনায় হিজলা উপজেলা সাংবাদিকের পক্ষে এম এম পারভেজসহ ৫জনের নাম উল্লেখ আরো ১০/১৫ জনকে অজ্ঞাত করে হিজলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।বিভিন্ন সূত্রে জানা যায়, হিজলায় কর্মরত সাংবাদিকরা দীর্ঘদিন ধরেই মৎস্য অফিসের দুর্নীতি ও চাঁদাবাজি সহ নানা অনিয়মের সংবাদ প্রকাশ করার কারণেই মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে এ ধরনের জঘন্যতম কাজে লিপ্ত হয়েছে বলেও অনেকের ধারণা।বিগত সময়েও এ কর্মকর্তা অনেক সাংবাদিককে সংবাদ না করতে ম্যানেজের ব্যার্থ চেষ্টা চালিয়ে আসছিলেন।আর এ সকল দুর্নীতি ও অনিয়মকে ধামাচাপা দিতেই সাংবাদিকদের বিরুদ্ধে হিজলা থানায় সাধারণ ডায়েরি করেছে মৎস্য কর্মকর্তা।