হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় ৯ম শ্রেণীর ছাত্রী বিয়ের দাবীতে ছাত্রলীগ নেতার বাড়িতে অবস্থান করছেন।
স্থানীয় সুত্রে জানাযায়, ঐ তরুনী গুয়াবাড়িয়া ইউনিয়ন পশ্চিম ছাত্রলীগের সভাপতি মন্নান (ওরফে পিচ্চি মন্নান) এর একই বাড়ির ভাগ্নে ঘরে রয়েছে।৯ম শ্রেণীর ছাত্রী হাসি জানায়, সাব্বিরের সাথে আমার ৬ মাসের প্রেমের সর্ম্পক্য চলে আসছে।গত শনিবার সে আমাকে বিয়ের কথা বলে ঢাকায় নিয়ে যায়।সেখানে বিয়ে না করে এখন বাড়িতে রেখে কোথায় যেন চলে গেছে।ছাত্রলীগ নেতা মন্নান স্থানীয় সংবাদকর্মীদের বলে গত দুই দিন পূর্বে কবির খান এর ছেলে সাব্বির একটি মেয়েকে নিয়ে ঢাকায় চলে যায়।পরে সেখানে থেকে তারা বাড়িতে চলে আসে।যেহেতু ছেলে মেয়ের বয়স কম তাই স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিবাহ কিংবা আদালতে মাধ্যমে ব্যবস্থা করবো।
স্থানীয় ইউপি সদস্য মোঃ ফয়সাল জানায়, ঐ বাড়িতে একটি স্কুল পড়ুয়া মেয়ে বিয়ের জন্য মন্নানের বাড়িতে অবস্থানের বিষয়টি শুনেছি।তবে এসব বিষয় হস্তক্ষেপ করতে চাইনা।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া বলেন, এ বিষয়ে এখানো আমাকে কেউ জানায়নি, তবে বিষয়টি তদন্তে করে দেখবো।