1. admin@dainiktrinamoolsangbad.com : admin :
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার অভাবে বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র” তীব্র গরমে বিদ্যুতের লোডশেডিং!  পাথরঘাটায় পরিত্যক্ত ভবনে লাইব্রেরী” প্রচন্ড তাপদাহে টিনশেডে শিশুদের ক্লাস! মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের “সভাপতি নাজমুল-সম্পাদক কামরুল! হিজলায় প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে এফ এ আর গ্রুপের গরু বিতরণ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’ ভান্ডারিয়ায় কলেজ পর্যায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক “নুরুজ্জামান হাওলাদার ঘূর্ণিঝড়ে জন্ম নিয়েছে শিশু” মা’ নাম রেখেছে মোখা! ভান্ডারিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কমিটি গঠন, সভাপতি মনির-সম্পাদক পলাশ! পিরোজপুর জেলা জাতীয় যুব সংহতির”  হাফিজুর রহমান আহবায়ক ও আবুল কালাম সদস্য সচিব। মঠবাড়িয়ায় মানবসেবা সংগঠনের পক্ষ থেকে অসুস্থ ছাত্রীকে “আর্থিক সহায়তা। র‌্যাবের অভিযানে “মঠবাড়িয়া পুলিশের উপর হামলার ৫ আসামি গ্রেপ্তার।

হিজলায় বিদ্যুৎ সাব জোনাল অফিস স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন।

এইচ এম জুয়েল
  • আপডেট সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৫১ বার পঠিত

হিজলায় বিদ্যুৎ সাব জোনাল অফিস স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন।

হিজলা প্রতিনিধিঃ  বরিশালের হিজলা উপজেলায় সদর খুন্না বাজার সাব জোনাল পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩ অক্টোবর সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার খুন্না বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের উদ্যেগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।মানববন্ধনে বক্তব্যে খুন্না বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক সরদার বলেন, এই সাব জোনাল বিদ্যুৎ অফিস এখানে থাকায় ব্যবসায়ীসহ সকলেই উপকৃত হয়েছেন।যদি এখান থেকে অফিস পরিবর্তন করে অন্যত্রে নেওয়া হলে চরম ভোগান্তির শিকার হতে হবে গ্রহকদের।তাই সকলের পক্ষ থেকে এখানে অফিসটি বহাল রাখার দাবী জানাই।এছাড়াও মানববন্ধনে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স.ম হুমায়ুন কবীর বলেন, এই অফিস বাজারের মধ্যে থাকায় গ্রহকরা বাজারে কেনাকাটা করতে সুবিধা হয়।বর্তমানে বাজার থেকে ১ কিলোমিটার দুরে গ্রামের ভিতরে অফিস নেওয়ার পায়তারা চলছে।এজন্য বাজার ব্যবসায়ী ও গ্রহকদের কথা চিন্তা করে এখানে বিদ্যুৎ অফিসটি বহাল থাকা উচিত।এ বিষয়ে হিজলা পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আবুল কামাল জানায়,বর্তমানে হিজলা বিদ্যুৎ অফিসে গাড়ীর গ্যারেজ না থাকার কারনে অন্যত্রে নেওয়া হচ্ছে।অন্যদিকে বিদ্যুৎ অফিস ভবনের মালিক কাজী সুলতান আহম্মদ বলেন, অফিসের গাড়ী রাখার জন্য গ্যারেজ প্রয়োজন হলে ব্যবস্তা করে দেওয়া হবে।কিন্তু খুব দুঃখের বিষয় তারা সাধারন মানুয়ের সুবিধার কথা চিন্তা না করে রহস্যজনক কারনে অন্যত্রে নেওয়ার পায়তার করছে।উপজেলা সদর বরজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার বলেন,আমি মনেকরি যেখানে বিদ্যুৎ অফিস রয়েছে এটি গ্রাহকদের জন্য নিরাপদ।কিন্তু বর্তমানে বাজার থেকে ১ কিলোমিটার দূরে গ্রামের মধ্যে নেওয়া বিষয়টি শুনেছি আমি মনে করি সেখানে গ্রাহকদের জন্য নিরাপদ নয়।

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক তৃণমূল সংবাদ
Theme Customized BY Theme Park BD