হিজলা (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের হিজলা উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, লোডশেডিং সহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও ভোলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে গুলি করে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।খুন্না বাজার ডাকবাংলো সংলগ্ন হোয়াইট হাউজের পেছনে বালুর মাঠে ২৩ আগস্ট(মোঙ্গলবার) সকাল সাড়ে দশটায়, হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আঃ গাফফার তালুকদার এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন,বরিশাল বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. বিলকিস জাহান শিরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মেজবাউদ্দিন ফরহাদ, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ , সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও সমাবেশ স্থলে উপস্থিত ছিলেন, উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীগণ। সমাবেশ স্থলে উপস্থিত নেতা ও কর্মীগণ জানান, দীর্ঘ বছর পরে হিজলায় এমন একটি সমাবেশ করতে পেরে তারা আনন্দিত। পথিমধ্যে সরকারি দলের লোকজনের দ্বারা বাধা উপেক্ষা করেও সমাবেশ স্বার্থক করতে তারা সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। প্রশাসনের অনুমোদিত নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ শেষ করে সভাস্থল ত্যাগ করেন বিএনপির নেতৃবৃন্দ।