মোঃ আলহাজ বিশেষ প্রতিনিধি :– বরিশালের হিজলায় আলোচিত গ্যাস উদগিরণ স্থান পরিদর্শন করেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড ( বাপেক্স ) এর দুই কর্মকর্তা। ২১ জানুয়ারি শুক্রবার দুপুর একটায় বাপেক্সের ম্যানেজার মোঃ তারিকুল আলম ভূইয়া এবং ডেপুটি ম্যানেজার আব্দুল মমিন ঘটনার স্থানের প্রাথমিক পরীক্ষায় জানান, স্থানটিতে যে গ্যাস রয়েছে তা হয়তো বায়োগ্যাস হতে পারে।
তাছাড়া গ্যাসের চাপ অনেক কম পাওয়া যাচ্ছে। তবুও তারা সাতদিন স্থানটির খোঁজখবর রাখবেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার। উল্লেখ্য, গত বুধবার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পূর্ব কোড়ালিয়া ৬ নং ওয়ার্ডের ইসরাফিল আকনের ইরি ধানের সেচ প্রকল্পের জন্য গভীর নলকূপ স্থাপনকালে পাইপের ভেতর থেকে গ্যাস উদগিরন হতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে, নিজের চোখে গ্যাস উদগিরন দেখতে উৎসুক জনতার ঢল নামে সেখানে।
বৃহস্পতিবার সকালে স্থানটি পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এবং অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া। উপজেলা নির্বাহী অফিসার গ্যাস উদগিরনের বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মহোদয়কে এবং জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছেন। এছাড়াও এর সাথে সম্পর্কিত সংশ্লিষ্টদের অবহিত করেছেন। সেই প্রেক্ষিতে ঢাকা থেকে বাপেক্সের দুই সদস্যের উক্ত স্থানে এসেছেন।