1. admin@dainiktrinamoolsangbad.com : admin :
সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় পরিত্যক্ত ভবনে লাইব্রেরী” প্রচন্ড তাপদাহে টিনশেডে শিশুদের ক্লাস! মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের “সভাপতি নাজমুল-সম্পাদক কামরুল! হিজলায় প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে এফ এ আর গ্রুপের গরু বিতরণ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’ ভান্ডারিয়ায় কলেজ পর্যায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক “নুরুজ্জামান হাওলাদার ঘূর্ণিঝড়ে জন্ম নিয়েছে শিশু” মা’ নাম রেখেছে মোখা! ভান্ডারিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কমিটি গঠন, সভাপতি মনির-সম্পাদক পলাশ! পিরোজপুর জেলা জাতীয় যুব সংহতির”  হাফিজুর রহমান আহবায়ক ও আবুল কালাম সদস্য সচিব। মঠবাড়িয়ায় মানবসেবা সংগঠনের পক্ষ থেকে অসুস্থ ছাত্রীকে “আর্থিক সহায়তা। র‌্যাবের অভিযানে “মঠবাড়িয়া পুলিশের উপর হামলার ৫ আসামি গ্রেপ্তার। আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে ভান্ডারিয়ায় যুব মহিলাদের প্রশিক্ষণ।

হিজলায় জেলেদের মাঝে গরু বিতরণের অনিয়ম তোপের মুখে বিতরণ স্থগিত।

এইচ এম জুয়েল
  • আপডেট সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১০৪ বার পঠিত

হিজলায় জেলেদের মাঝে গরু বিতরণের অনিয়ম

 তোপের মুখে বিতরণ স্থগিত

মৎস্য অধিদপ্তরের দুর্নীতির চরমে।

হিজলা(বরিশাল) প্রতিনিধিঃ  ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, নির্বাচিত সুফলভোগী জেলেদের মাঝে গরু বিতরনে অনিয়ম।জেলেদের তোপের মুখে অবলা দুধের ছোট ছোট বকনা বাছুর বিতরণ বাধ্য হয়ে স্থগিত করতে হলো উপজেলা মৎস্য কর্মকর্তার। দুধের বাছুর হওয়ায় সুবিধাভোগীরা ফিরে যাচ্ছেন গরু না নিয়ে।জেলেরা আক্ষেপ প্রকাশ করে বলেন, এটা আমাদের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না। এত ছোট দুধের বাছুর আমরা কিভাবে লালন পালন করব এই ছোট-গরুগুলো মায়ের বুকের দুধ ছাড়া বাঁচানো বড়ই কঠিন। কারণ এরা মায়ের দুধ ছাড়া ঘাস খরকুটা খাবে না তাই এই অনুদান নেওয়ার চেয়ে আমাদের না নেওয়াই ভালো। জামাল হোসেন,কুদ্দুস সিকদার,হারুন হাওলাদার, আলাউদ্দিন মাতুব্বরসহ জেলেরা বলেন, আমাদের বলা হয়েছিল এক একটি গরুর দাম ধরা হয়েছে ২২/২৩ হাজার টাকা এবং বয়স হবে পাঁচ থেকে ছয় মাসের কিন্তু এখন গরু নিতে এসে দেখি সর্বোচ্চ এক থেকে দেড় মাস বয়সের বাচ্চা।

উপজেলা খুদ্র ও মৎস্যজীবি সমিতির সভাপতি আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার বলেন, দুঃখের বিষয় আমাকে মৎস্য অফিস কতৃক কোথা থেকে এবং কিভাবে বাছুরগুলো ক্রয় করা হবে কিছুই জানাননি।আজকে বিতরণ করা হবে বলে জানিয়েছেন।এ ব্যাপারে বাংলাদেশ মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইকবাল মাতুব্বর বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কখনও আমাদেরকে ডাকেন না এবং নিজের খামখেয়ালি মত যা ইচ্ছা তাই করছে। ক্ষুদ্র মৎস্যজীবী কমিটিসহ সকলের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও তিনি কখনোই কোন ব্যাপারে আমাদের সহযোগিতা চান না এবং আমাদেরকে কখনো ডাকেন না, এই অনিয়মের ব্যাপারটি তিনি মৎস্য মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের জানাবে বলে আশ্বাস দেন।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন,ঠিকাদার বিকাশ মৎস্য খামারের মাধ্যমে এ বকনা বাছুরগুলো সংগ্রহ করা হয়েছে।

নিয়মঅনুযায়ী সবকিছু ঠিক থাকার পরেও বাছুরগুলো না নিয়ে কেন জেলেরা চলে গেলো তা আমার বুঝে আসছে না।গরু বিতরণ অনুষ্ঠানে কোন জনপ্রতিনিধি উপস্থিত না তাকার কারন ও তিনি জানেন না বলেও জানান।জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, এক একটি গরুর দাম ধরা হয়েছে ২৫ হাজার টাকা। তিনি আরও বলেন, উপজেলা লাইভস্টোন কর্মকর্তার প্রত্যায়ন নিয়ে বিতরণ করা হবে,যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সে গুলো বাদ দিয়ে নতুন করে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক তৃণমূল সংবাদ
Theme Customized BY Theme Park BD