হিজলা (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের শংকর পাশা গ্রামের আবুল হাশেম রাড়ী এবং কাকুরিয়া গ্রামের সাইদুল সাধুর বাড়িতে রাতে অভিযান চালিয়ে চোরাইকৃত গরু সহ দুই চোরকে আটক করেছেন হিজলা থানার পুলিশ।
এস আই সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে (১৭ আগস্ট) বুধবার রাতে তিনি পুলিশ সদস্যদের নিয়ে শংকরপাশা গ্রামের আবুল হাশেম রাড়ীর বাড়িতে অভিযানকালে চোরাইকৃত দুটি গরু এবং কাকুরিয়া গ্রামের সাইদুল সাধুর বাড়ি থেকে আরো দুটি মোট চারটি গরু উদ্ধারের পাশাপাশি আবুল হাশেম রাড়ী ও সাইদুল সাধুকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত গরু সহ দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরো জানান, এস আই সোহাগ রানা বাদী হয়ে ১৮ আগস্ট আটক দুজনের বিরুদ্ধে হিজলা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ১৩।