হিজলা বরিশাল সংবাদদাতাঃ বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের (লেমুয়া-গুয়াবাড়িয়া ) জনগণ খাল রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার সময় গুয়াবাড়িয়ার বান্দেরহাটের প্রধান সড়কের উপর লেমুয়া-গুয়াবাড়িয়া মধ্যবর্তী খালটি রক্ষার জন্য মানববন্ধন করেন বাজারের ব্যবসায়ী এবং ভুক্তভোগী এলাকাবাসী।এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, হাবীবুর রহমান( হাফেজ বিডিআর ),অবসরপ্রাপ্ত বিডিআর আঃ মন্নান(মন্টু) হাওলাদার, খোকন তালুকদার, মোঃ মাসুদ কাজী,মোঃ শাহে আলম বেপারী,মনির হাওলাদার, আবুবকর তালুকদার, মিজান হাওলাদার, কাজী আবু হানিফসহ অনেকেই। মানববন্ধনে বক্তারা বলেন, খালের দুই পাড়ে কয়েকশো লোকের বসতি। এ খাল দিয়ে বর্ষায় এলাকার বৃষ্টি ও বন্যার পানি নদীতে চলে যায়। অবৈধ এ বাঁধের কারনে ওই খাল দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে যায়। এতে বর্ষার সময় বৃষ্টি ও বন্যার পানি বের হতে না পেরে স্থানী জলাবদ্ধতার সৃষ্টি হয়।কৃষি জমি, গ্রামীণ অবকাঠামো ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতিসহ হাজার হাজার মানুষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।প্রবাহমান এ খাল দিয়ে বাজারের পণ্যবাহী নৌকার চলাচল ছিলো। একটি প্রভাবশালী মহল খালটিতে বাঁধদিয়ে মাছ চাষ করে দুই পাড়ের মানুষকে জিম্মি করে রেখেছে। এলাকাবাসীর দাবি খালটির সামান্য কিছু অংশ খাস হলেও বৃহত অংশের মালিকানা রয়েছে । তা সত্ত্বেও প্রভাবশালীরা খালটি দীর্ঘ বছর তাদের দখলে রেখেছে ক্ষমতার পালা বদলে।খালটি দখলমুক্ত ও দুষণমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা।