মোঃ আলহাজ বিশেষ প্রতিনিধি:- হিজলা-মুলাদী খনিজ সম্পদ আহরণে সম্ভাব্যতা যাচাইয়ের সিসমিক সার্ভের স্থান পরিদর্শন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেন। রবিবার (২৭ মার্চ) দুপুরে হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পর্ব-কোড়ালিয়া এবং গুয়াবাড়িয়া এলাকার বেশ পুরোনো খনিজ সম্পদ স্থানটি পরিদর্শন শেষে চর মেমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংক্ষিপ্ত আলোচনার বক্তব্যে তিনি জানান, হিজলায় গ্যাস আছে। এখন সম্পদটা আমাদের খুজতে হবে। একটা সময় ছিলো যখন আমাদের যন্ত্রপাতি ছিলোনা।
খনিজ সম্পদ অনুসন্ধান করতে মাননীয় প্রধানমন্ত্রী পৃথিবীর সবচেয়ে আধুনিক চারটি রিক কিনে দিয়েছেন। আমরা আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে অনুসন্ধান চালাবো। এখানে চারটি ধাপে অনুসন্ধানের কাজ চলবে। আপনারা এলাকাবাসী আমাদেরকে কাজের সহায়তা করবেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, সার্কেল অফিসার মোঃ মতিউর রহমান, পেট্রোবাংলার এডমিন আলতাফ হোসেন, বাপেক্সের এম ডি মোহাম্মদ আলী, জি এম মেহেরুল, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামীগের সভাপতি সুলতান মাহমুুদ টিপু সহ স্থানীয় ব্যক্তিবর্গ।।