মোঃ আলহাজ বিশেষ প্রতিনিধি : টাকা লেনদেনকে কেন্দ্র করে বরিশালের হিজলা উপজেলায় ইউপি সদস্যসহ তার বাবা ও ভাইকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টার সময় উপজেলার বরজালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের কাঠাল বাগান নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয় তাদের। আহতরা হচ্ছেন ইটভাটার মালিক সহিদুল ইসলাম মেলকার, তার ছেলে বরজালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস মেলকার ও ছোট ছেলে রাকিব মেলকার। জানা গেছে, বুধবার সন্ধার দিকে ইউপি সদস্য ইলিয়াসসহ আহত ৩ জন মেলকার বাড়ির যাওয়া পথে কাঠাল বাগান নামক স্থানে হাসেম সিকদারের ছেলে রুহুল আমিন এই হামলার চালায়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্মরত চিকিৎসকরা সহিদুল ইসলাম মেলকার ও ছোট ছেলে রাকিবের অবস্থার অবনতি দেখে বরিশাল শের ই বাংলা মেডিকেল প্রেরণ করে। এ ঘটনায় হিজলা থানার ওসি মোঃ ইউনুস মিয়া জানায়, ইউপি সদস্যসহ বাবা ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনায় হিজলা থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।