হিজলা বরিশাল প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় অবসর প্রাপ্ত সেনা সদস্যেকে বাড়ি থেকে ডেকে এনে মারধরের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় সেনা সদস্যের স্ত্রী জেসমিন সুলতানা শিল্পী হিজলা থানায় বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৪/৫ জনের নামে একটি মামলা দায়ের করে।
জানাযায়, রবিবার ফজরের নামাজের শেষে উপজেলার সদর হিজলা সরকারী কলেজের প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে।তখন স্থানীয় লোকজন অচেতন অবস্থায় সেনা সদস্যকে উদ্ধার করে হিজলা স্বস্থ্যে-কমপ্লেক্সে ভর্তি করেন।কর্মরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের- ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। জানাযায়, সেনা সদস্যের বাড়ি উপজেলার সদর খুন্না গোবিন্দপুর গ্রামের জালাল বক্স রাড়ির ছেলে।
এ ঘটনায় আহত সালাউদ্দিন রাড়ি বলেন, হামলাকরাীদের সাথে র্দীঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।গতকাল একটি মসজিদের হিসাব নিকাশ নিয়ে ঝামেলা সৃষ্টি হলে স্থানীয় ইউপি সদস্য ঝন্টু বেপারি আমাকে সাথে নিয়ে বিরোধ সমাধান করার জন্য সেখানে যায়।সেখানে যাওয়ার অপরাধে আমাদের প্রতিপক্ষ নজরুল গাজীর নেতৃত্বে ১০/১২ জন মিলে এ হামলা চালায়।অবসরপ্রাপ্ত সেনা সদস্য সালাউদ্দিনকে মারধরের বিষয়ে ইউপি সদস্য ঝন্টু বেপারী জানায়, শুক্রবার দিবাগত রাতে মসজিদের হিসাব নিকাশ নিয়ে আনিচ হাওলাদার ও আফসার চৌকিদারের মধ্যে ঝামেলা সৃষ্ঠি হয়।তখন আমি ও সালাউদ্দিন রাড়ি সেখানে গিয়ে উভয়কে রাগারাগি করেছি।এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে সালাউদ্দিনকে বাড়ি থেকে ডেকে এনে মারপিট করে গুরুতর আহত করে।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় সেনা সদস্য সালাউদ্দিনকে হামলার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ কওে একটি মামলা করেছে।আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।