মোঃ আলহাজ হিজলা থেকেঃ বরিশালের হিজলা উপজেলার পুরাতন হিজলা থানার আওতাধীন ৩.৭৭ একর জমি উদ্ধার করেছে বরিশাল জেলা পুলিশ।
সোমবার(২অক্টোবর)দুপুরে উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নে জমি উদ্ধার উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে স্থানীয়রা উদ্ধারকৃত জমিতে একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের দাবি করেছেন। সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ১৯১৭ সালের পর থেকে এই জমি প্রভাবশালীরা ভোগদখল করে আসছেন। অবশেষে দখলদারদের হাত থেকে এই জমি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এই জমিতে একটি পুলিশ ফাঁড়ি অথবা পুলিশ ক্যাম্প নির্মাণ করা হবে বলে ও আস্বস্ত করেন।
পুলিশ সুপার আরও বলেন, পুলিশ সবসময়ই জনসাধারণের পাশে রয়েছে। এটা একটি বিচ্ছিন্ন দ্বীপ এলাকা। আগে এ এলাকায় বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড সংগঠিত হতো। কিন্তু বর্তমানে পুলিশ যেকোনো ধরনের অপরাধমুলক কর্মকাণ্ড ঠেকাতে তৎপর রয়েছে।এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ রোধে স্থানীয় থানা পুলিশকে অবহিত করতে এলাকাবাসীকে অনুরোধ করেন তিনি।এ সময় উদ্ধারকৃত জমিতে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করেন পুলিশ সুপার সহ উপস্থিত অতিথিবৃন্দ। সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহজাহান হোসেন, হিজলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী, হিজলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর বিক্রম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস) মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল)ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (মেহেন্দিগঞ্জ সার্কেল) জি এম মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(মুলাদী সার্কেল) মোঃ মতিউর রহমান, হিজলা উপজেলা আওয়ামী লীগের লীগের সহ সভাপতি ও হিজলা-গৌরব্দি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইর, শাওড়া সৈয়দখালী পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ আঃ রহিম প্রমূখ।সুধী সমাবেশ শেষে পুলিশ সুপার হিজলা থানার নবনির্মিত ভবন পরিদর্শন করেন।