মোঃ আলহাজ হিজলা থেকেঃ বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ মামলায় গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সানাউল্লাহ(২২)গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার( ২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানা থেকে অভিযুক্ত সানাউল্লাহকে গ্রেফতার করা হয়েছে।গ্রেপ্তার সানাউল্লাহ উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের নয়ন সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে উত্তপ্ত করে আসছিল। ঘটনার ভুক্তভোগী (ছাত্রী) পরিবারকে জানায়। পরে সানাউল্লাহর পরিবারকে বিষয়টি জানানো হলে তারা সানাউল্লার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগী ছাত্রীর পরিবারকে প্রাণনাশের হুমকি ও বিভিন্ন ভয় ভীতি দেখায়। কোন উপায় খুঁজে না পেয়ে ছাত্রীটি অসুস্থতার অজুহাতে প্রায় একমাস স্কুলে যাওয়া বন্ধ করে।স্কুলে যাওয়া বন্ধ করে ও ধর্ষণ থেকে রক্ষা পেল না ছাত্রীটি।শনিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ১০ টার সময় সানাউল্লাহ ছাত্রীদের ঘরে ঢুকে তার অসুস্থ মাকে মারধর করে মেয়েকে টেনেহিঁচড়ে বাহিরে নিয়ে গায়ে থাকা ওড়না দিয়ে একটি গাছের সাথে বেঁধে ধর্ষণ করে।যাওয়ার সময় ধর্ষণকারী বিষয়টি কাউকে জানালে তার পরিবারের সবাইকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়।অসুস্থ অবস্থায় মেয়েটিকে পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা করায়।
এ ঘটনার পর থেকেই সানাউল্লাহ পলাতক ছিল।স্থানীয় মাতুব্বর নুরুল ইসলাম, ফারুকসহ কয়েকজনে রফাদফার চেষ্টা করে ও কোন লাভ হয়নি।মেয়ের বাবা কান্নায় ভেঙে পড়ে বলে আমার মেয়ে যেহেতু স্কুলে যাওয়া বন্ধ করে ও তার ইজ্জত রক্ষা করতে পারেনি আমি সঠিক বিচারের দাবি করছি। ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে সানাউল্লাহ নামের ওই যুবককে আটক করা হয়েছে।হিজলা থানার অফিসার ইনচার্জ জুবায়ের ধর্ষণকারীর গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।