মোঃ আলহাজ হিজলা থেকেঃ বরিশালের হিজলায় নবাগত ইউ এন ও সুদীপ্ত সিংহ মতবিনিময় করলেন হিজলায় কর্মরত ইলেকট্রিক ও প্রেস মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় হিজলার সম্ভাবনা ও দুর্নীতি অনিয়মের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ।
এছাড়াও বক্তব্য রাখেন, হিজলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রেমজি লাল দাস, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী, সহ-সভাপতি নাসির উদ্দিন,প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ আলহাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল হক সুমন তালুকদার,মোজাম্মেল হক ভূঁইয়া, বরকত শিকদার, সাংবাদিক মোঃ আরমানসহ সাংবাদিকবন্দ।এর আগে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেন, উপজেলা নির্বাহী অফিসার।এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কমান কাউন্সিলের সাবেক কমান্ডার আমির হোসেন তালুকদার, ডেপুটি কমান্ডার মাস্টার মোঃমহিউদ্দিন, মোঃ কুতুবউদ্দিনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত সিংহ তার বক্তব্যে বলেন, আমিও কোন এক গ্রামের মানুষ সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখেছি। তিনি আরো বলেন প্রভাবশালীদের অত্যাচার নির্যাতনের শিকার হওয়া মানুষের জন্য কাজ করে যাব।