মোঃ আলহাজ বিশেষ প্রতিনিধিঃ- বরিশালের হিজলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের উপর হামলার প্রতিবাদে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
গত ২৬ ডিসেম্বর ২০২১ সালের ধুলখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের পরবর্তী সহিংসতায়,পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলামের উপর আক্রমণ ও হামলার প্রতিবাদে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।
৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ মাঠে মানববন্ধনে শিক্ষকগণ তাদের বক্তব্যে বলেন,অতি দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তীতে আরো কঠিন আন্দোলনের ডাক দিবেন তারা।গত ২৯ ডিসেম্বর মোঃ সাইফুল ইসলামের উপর হামলা করে সন্ত্রাসীরা।