হিজলায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ।
মোঃ আলহাজ হিজলা থেকেঃ বরিশালের হিজলা উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তুলতে বৃত্তি প্রদান ও পুরস্কৃত করছেন স্বেচ্ছাসেবী সংগঠন রহমান এন্ড নেছা ফাউন্ডেশন।
উপজেলার সরকারী সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ উপজেলার কৃতি সন্তান আলহাজ্ব ব্যারিষ্টার এ.এম মাসুম’র উদ্যোগে রহমান এন্ড নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে হিজলা উপজেলা ও কাজির হাট থানার প্রাথমিক,মাধ্যমিক, দাখিল, কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার ২০২৩ শিক্ষাবর্ষের মেধাবী এবং জিপিএ- ৫ প্রাপ্ত ৩৭৭ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে হিজলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেন মাতুব্বর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ খান, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু, এফ আর গ্রুপের পরিচালক আলহাজ্ব আবুল খায়ের মানিক।কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও পুরস্কার তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আলহাজ্ব ব্যারিষ্টার এ. এম মাসুম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, গুয়াবাড়িয়া ইউনিয়নের কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ সালাহ উদ্দিন খান।স্বেচ্ছাসেবী সংগঠন রহমান এন্ড নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ব্যারিষ্টার এ.এম মাসুম দুই উপজেলার প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাদের পরিবারের প্রচেষ্টা সাধারন মানুষের স্বপ্ন পুরণ করা।অসহায়দের শীতবস্ত্র বিতরণ,গৃহহীনদের ঘর উপহার দেওয়া, অসহায় এবং বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে দান- অনুদান প্রদান,কর্মহীনদের কর্মসংস্থান সৃষ্টি করাসহ সুবিধাবঞ্চিত মানুষের জীবন মানের আমূল পরিবর্তন করা হলো এ ফাউন্ডেশনের কাজ।
ব্যারিষ্টার এ.এম মাসুম মনে করে থাকেন সহযোগিতা করে একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারলে আমার কি আনন্দ লাগে তা কাউকে বুঝানোর মতো নয়।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পুরুষ ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,সামাজিক,রাজনৈতিক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন মসজিদের ইমাম ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।এ সময় অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়।