হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় অবসরপ্রাপ্ত এক বিজেপি সদস্যের রহস্যময় মৃত্যুের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর শেষ বিকেলে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে সৈয়দ বাহাউদ্দীন (৬৫)নামের এ বিজেপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।হিজলা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) ওসি দিপঙ্কর বিষয়টি নিশ্চিত করেন। মৃতের পরিবার সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য তাহার স্ত্রীকে নিয়ে সুপারি পারতে বাগানে গিয়েই পা পিছলে পড়ে গিয়ে তাহার মৃত্যু হয়।মৃত বাহাউদ্দীনের স্ত্রী নাছিমা বেগম বলেন,জমিসংক্রান্ত বিষয়ে এনায়েত মীরার সঙ্গে আমাদের বিরোধ আছে তবে এ সময় স্বামীর সাথে আমি ছিলাম।তবে স্থানীয়দের কাছে মৃত্যুটি রহসজনক মনে হয় কারণ মৃত বিজেপি সদস্যের এক পা ভাঙ্গা ছিল কি ভাবে সে সুপারি গাছে উঠে।পা পিছলে পড়ে গেলে বাড়িতে আরো লোকজন ছিল তাদেরকে ডাকা হলো না অথচ এনায়েত মীর ঘটনাস্থলে গেলো কেন এমন মন্তব্য মৃতের চাচাতো বোন ছালমা বেগমের।মৃতের আপন ছোট ভাই মোঃ সাহাবুদ্দিন বলেন,আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।আমাদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল একই বাড়ির ছালাম মীরের ছেলে এনায়েত মীরার সঙ্গে। মৃতের একদিন আগেও আমাদের বাড়িতে সে পুলিশ নিয়ে আসে।৪/৫ দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসে সে এতেই আমাদের সন্দেহ হয় ভাইকে সেই (এনায়েত) হত্যা করেছে। এ বিষয়ে সাইদুর রহমান এনায়েত তাদের সাথে বিরোধ রয়েছে স্বীকার করে বলেন,মৃতের স্ত্রী আমাকে ডাক দিলে ঘটনাস্থলে গিয়ে তাহাকে(বাহাউদ্দীন)নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।কিন্তু মৃতের ছোট ভাই ভাগ্নেরা লোকজন নিয়ে আমাকে মেরে মোবাইল নিয়ে গেছে বর্তমানে আমি চিকিৎসাধীন অবস্থায় আছি। হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ জুবাইর বলেন, অবসরপ্রাপ্ত বিজেপি সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।