স্বরূপকাঠিতে জোড়া লাগানো যমজ সন্তানের জন্ম।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা,ফারজানা বেগমের(২৪) গর্বে এক জোড়া লাগানো সন্তানের জন্ম হয়।
দক্ষিণ বয়া,ডাকঘরঃ- রাজাবাড়ি, মো, রাসেলের স্ত্রী মোসা, ফারজানা বেগমের গর্ভে থাকা শিশু ১৬ মার্চ দুপুর আনুমানিক ১-৪৫ মিঃ এর সময় প্রচন্ড লেবর পেইন নিয়ে এপেক্স হেলথ ক্লিনিক এ এসে।স্বজনরা জানায় তাদের রোগীর অবস্থা খুবই খারাপ গত ২৪ ঘন্টা আগে থেকে লিকুইড ভাঙ্গে এবং সাথে প্রচন্ড লেবার পেইন সাথে সাথে ডাক্তার অরুন চন্দ্র মন্ডল (অবঃ সিভিল সার্জন বাগের হাট) খবর দেয়া হলে দ্রুত এসে রোগী এবং সাথে থাকা আল্টাসনোগ্রাম রিপোর্ট দেখে দেখতে পায় গত ১৯/০২/২০২১ তারিখের আল্টাসনো অনুযায়ী প্রায় ৩৭ সপ্তাহ এবং সেই রিপোর্টে সিঙ্গেল বেবি এবং বেবীর সবকিছু স্বাভাবিক
এমতাবস্থায় রোগীর স্বজনদের সাথে কথা বলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাচ্চা বের করার সম্মতি প্রদান করার পর ওটিতে এই জমজ বাচ্চা বের হয় বাচ্চা দুটির ওজন প্রায় ৪.৫ কেজি যাহার হাত,পা,মুখমণ্ডল স্বাভাবিক শুধুমাত্র পেট থেকে বুক পর্যন্ত জোড়া লাগানো এখন পর্যন্ত বাচ্চা দুটি সুস্থ স্বাভাবিক রয়েছে এদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে ।