ভান্ডারিয়া প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান সাবেক মন্ত্রী সংসদ আনোয়ার হোসেন মঞ্জু’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় (২৬ এপ্রিল মঙ্গলবার) শেখ কামাল অডিটোরিয়ামে এক ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপি’র ভান্ডারিয়া উপজেলা শাখার সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু। জেপি নেতা শহীদুজ্জামান রাজু মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা ও নদমূলা ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আরিফ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ভান্ডারিয়া শাখার সভাপতি ফাইজুল রশিদ খসরু, সাংগঠনিক সম্পাদক বাবুল সাহ, গৌরীপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন শাহিন, আওয়ামী লীগ নেতা জাকির বেপারী, উপজেলা যুবলীগের সভাপতি, এনামুল তালুকদার টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার, ছাত্রলীগের সভাপতি রেদওয়ান সিকদার রিচান ও যুগ্ন-আহবায়ক আল-আমিন সরদার সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে আরিফুল ইসলাম শিমুল আকন্ ও মোঃ রফিকুল ইসলাম আফজাল সরদার এবং তারিকুজ্জামান মামুন ফরাজীর সার্বিক ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিসারবৃন্দ ও হসপিটালের ডাক্তার গণ এবং জেপি নেতা ইউসুফ আলী আকন, হুমায়ুন কবির বাদল সিকদার, গোলাম কবির নান্টু, নাজমুল মিঠু, ইসলাম মোশারেফ হোসেন সরদার, ছাত্রসমাজের সভাপতি রাহাত জমাদার, প্রেসক্লাবের সেক্রেটারি শফিকুল ইসলাম মিলন, ব্যবসায়িক কমিটির সভাপতি আব্দুস সালাম সিকদার সহ জাতীয় পার্টি-জেপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীসহ, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ধর্মীয় ওলামাগণ।
উপস্থিত বক্তারা জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং মহা জোটের প্রদান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ সকল নেতৃবৃন্দের জন্য দোয়া কামনা করে এই মহাজোটের ঐক্য অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় মোনাজাত পরিচালনা করেন ভান্ডারিয়ার বড় মসজিদের খতিব মুফতি জাকারিয়া।