তৃণমূল ড্রেস্কঃ সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানের মধ্য দিয়ে সারাদেশে পালিত হলো ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩। এসময় বর্ণাঢ্য রেলি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দেশের প্রায় ২ লাখ সমবায় সমিতি আর ১ কোটি ২০ লাখ সমবায়ীর স্বপ্নস্পৃহা আর কর্মোদ্দীপনাকে আরও বাড়িয়ে তুলতে এবং সমবায় আন্দোলনের এই সুমহান কর্মযজ্ঞকে জাতির কাছে উপস্থাপন করতে প্রতিবছর নভেম্বরের প্রথম শনিবার এই দিনে দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়। তারি ধারাবাহিকতায় এবারও সারাদেশে এক সাথে রেলি, পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে।