সুমন মোল্লা পাথরঘাটা থেকে:- অমান্য করে মা ইলিশ শিকারের সময় বঙ্গোপসাগরের মোহনা থেকে ১৪ জেলেকে আটক করে ২০ দিন করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুড়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এই সাজা দেন।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন জানান, নিষেধাজ্ঞার প্রথম দিনে পায়রা থেকে বঙ্গোপসাগরের মোহনায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে কোস্টগার্ড ও মৎস্য বিভাগকে সাথে নিয়ে যৌথ অভিযান শুরু করেন তারা। এসময় মোহনার নিশানবাড়িয়া-সোনাকাটা এলাকায় ১৪ জেলে ৩টি ছোটো মাছ ধরা ট্রলার নিয়ে মা ইলিশ শিকার করার সময় আটক করেন তারা। এসময় ১৬ হাজার মিটার জাল, ৩টি ট্রলার ও ২৫ কেজি মা ইলিশ জব্দ করেন তারা। পরে ১৪ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে জাল পুড়িয়ে, ট্রলার বাজেয়াপ্ত করে জব্দকৃত মা ইলিশ এতিমখানায় বিতরন করেন।
দণ্ডিত জেলেরা হলো, মিজানুর (৪০), মো.আলম(৪০), আবুছলে (৩৫), মো.ফারুক গাজী (৫০), মো.শাকিব (২২), মো.দুলাল (৪০), মো.দেলোয়ার হোসেন (৪৫), মো.হায়দার (৩৫), মো.ইছাহাক মিয়া (৫০), মো.হালিম (৩৫), মো.ছগির (৪০), মো.সালাম (৩৪), মো.হারুন (২৩) ও মো.আবু হানিফ(৪৫)।