তৃণমূল প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে পিরোজপুর-২ (ভান্ডারিয়া,কাউখালী,স্বরূপকাঠী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভান্ডারিয়া প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন মহারাজ বলেন,আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁর নির্দেশিত পথে চলব। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে এই আসনে নৌকা মার্কা প্রার্থী হিসেবে মনোনয়ন দেন তাহলে তৃণমূল আওয়ামী লীগকে সুসংঘটিত করে প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করে দেশকে গিয়ে নিয়ে যাব।
এ সময় অনান্য দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু,জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, জেলা পরিষদ সদস্য লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুব লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর এনামুল কবির টিপু,
সাংবাদিক দের মধ্যে বক্তব্য রাখেন রিয়াজ মাহমুদ মিঠুন, এইচ এম জুয়েল, দেবদাস মজুমদার, শাহজাহান সরদার, আবুল কালাম, প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না,মেজবাহ উদ্দিন আরিফ, সমকাল ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, ইউসুফ আলী আকন্দ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, পৌরসভার কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদওয়ান শিকদার রিচান সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের আয়োজনে ভান্ডারিয়ার উপজেলা দৈনিক সমকাল পত্রিকার প্রয়াত সাংবাদিক মোঃ ছগীর হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ।