এইচ এম জুয়েল:- শুক্রবার (২৯ অক্টোবর) জুম্মা নামাজের আগে পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্যে রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী’ শ ম রেজাউল করিম এমপি।
তিনি বলেন সাংবাদিকতা একটি মহান পেশা এ পেশার সাথে যারা জড়িত তাদের মন মানসিকতা সব সময় ভালো সুন্দর থাকতে হয়। বস্তুনিষ্ঠ সংবাদ সমাজ পরিবর্তনের ভূমিকা রাখে।নবনির্মিত লেক ভিউ পিরোজপুর প্রেসক্লাব ভবনের প্রশংসা করে বলেন এত সুন্দর মনোরম পরিবেশে বসে রিপোর্ট লিখলে রিপোর্টের গুণগত মান ভালো হয়। অনুষ্ঠানের পরে পিরোজপুরের ঐতিহ্যবাহী বড় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের সময় মুসল্লিদের সাথে দেশের সাম্প্রতিক ঘটনাবলী উপর ধর্মীয় দিক নিয়ে আলোচনা করেন।
নামাজ শেষে প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক টিটুর একমাত্র কন্যা আফিয়া তুজ তাসমিনের বিবাহ অনুষ্ঠান (বৌভাতে) অংশগ্রহণ করেন
মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক এবং যুগ্ন সম্পাদক শেখ মামুনুর রশীদ। এদিকে সাংবাদিক নেতাদের ফুলের শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক বৃন্দ এসময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।
সভায় পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির আহবায়ক গৌতম নারায়ন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএফইউজে এর নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক, যুগ্ন মহাসচিব শেখ মামুনুর রশীদ, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহমুদ হোসেন শুকুর।