নিজস্ব প্রতিনিধি:- পিরোজপুর-পাড়েরহাট সড়কে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোতে থাকা মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. ফারুক নিহত ও আরো চার যাত্রী আহত হয়েছেন।জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কলবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা মীর আমিনুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় আহতদের আগেই জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, আহত চারজনের মধ্যে তিনজনই গুরুতর আহত হয়েছে।শংকরপাশা ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন স্বপন মল্লিক বলেন, আজ (শুক্রবার) সন্ধ্যার দিকে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। এ সময় অটোতে থাকা আরো ৪/৫ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পিরোজপুর সদর থানার ওসি আ জা মো. মাসুদুজ্জামান জানান, ঘাতক ট্রাক ও ট্রাকচালক মো. আরিফকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।