বেসরকারি শিক্ষক নিয়োগের আইনি জটিলতাগুলো নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন এনটিআরসিএর নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. আশরাফ উদ্দিন। সোমবার (৪ জানুয়ারি) বিকেলে নিজ দপ্তরে আলাপকালে এসব বলেন নতুন চেয়ারম্যান।
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গতবছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৫৮ হাজার শিক্ষক পদশূন্য ছিল। গত ১১ মাসে শূন্যপদের সংখ্যা বেড়েছে। এদিকে নিবন্ধিত প্রার্থীরাও শিক্ষক পদে নিয়োগ সুপারিশের দাবি জানিয়েছেন। তারা দ্রুত শিক্ষক পদে নিয়োগ সুপারিশ করতে গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন। এদিকে শিক্ষক পদ শূন্য থাকায় করোনার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে পুরোদমে ক্লাস শুরু হলে শিক্ষক সংকটের কারণে একাডেমিক কার্যক্রম রীতিমত হোঁচট খাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
এসব বিষয়ে নতুন চেয়ারম্যান বলেন, নিয়োগ সংক্রান্ত যেসব জটিলতা তৈরি হয়েছে, সেটি যেন দ্রুত সমাধান করা যায়, সে লক্ষ্যে নিয়েই কাজ করব।
চেয়ারম্যান আরও বলেন, প্রার্থীদের সাথে কথা বলে বুঝতে পারছি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি তাদের চাওয়া। এ নিয়ে যে জটিলতাগুলো আছে তা নিরসনে কাজ করার চেষ্টা করছি।
এদিকে এনটিআরসিএ যাচাই বাছাইয়ের পর শিক্ষক নিয়োগের জন্য ৫৮ হাজার শূন্যপদের তথ্য এ মুহুর্তে এনটিআরসিএর হাতে রয়েছে। নিয়োগ নিয়ে সৃষ্ট জটিলতা কাটলে এ পদগুলোতে নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জটিলতা নিরসনে ইতোমধ্যেই কাজ শুরু করেছে সংস্থাটি।