1. admin@dainiktrinamoolsangbad.com : admin :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল- ৪ আসনে ‘শাম্মী আহমেদ’ নৌকার মনোনীত হওয়ায় এলাকায় ‘আনন্দ মিছিল। ভাণ্ডারিয়া ভুবনেশ্বর নদ থেকে শিশুর লাশ উদ্ধার।। জেলা সরকারি চাকুরিজীবী কল্যান পরিষদ নির্বাচনে সামসুদ্দোহা সভাপতি ও সাদ্দাম হোসেন সম্পাদক। হিজলায় ঘূর্ণিঝড় মিধিলি’র তান্ডবে ফসলের ব্যপক ক্ষতি ।। তফসিলকে স্বাগত জানিয়ে হিজলায় আনন্দ মিছিল।। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা।। ডিজিটাল নিরাপত্তা মামলায় সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতা কারাগারে।। সিগারেট কোম্পানির অপতৎপরতা বন্ধে নলছিটিতে সংবাদ সম্মেলন।। বয়ঃসন্ধি কিশোরীদের সচেতনতায়” ফাতিহা’র চ্যাপ্টহার’ ফাউন্ডেশনের পথ চলা।। বিএনপি-জামায়াতের” সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল।

লিচু গাছের ডালে ১৭টি লিচুর থোকার সঙ্গে ধরেছে একটি আম

 ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ২৫২ বার পঠিত

 

              লিচু গাছের ডালে ১৭টি লিচুর থোকার সঙ্গে ধরেছে একটি আম

 ঠাকুরগাঁও প্রতিনিধি:-  লিচু গাছের ডালে ১৭টি লিচুর থোকার সঙ্গে ধরেছে একটি আম । বিষয়টি নিয়ে ইতোমধ্যে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গাছটি দেখতে ছুটে আসছেন আশপাশের গ্রামের মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের শিংগিয়া কোলনী পাড়ার আব্দুর রহমানের বাড়ির লিচু গাছে আমটি ধরেছে। সোমবার (১৯ এপ্রিল) বিকেলে সরেজমিনে লিচু গাছে আম দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, আব্দুর রহমানের বাড়ির আঙিনায় একটি লিচু গাছে ধরেছে আম। লিচু গাছের ডালে ১৭টি লিচুর সঙ্গে আমটি ঝুলছে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, লিচু গাছে আম ধরেছে শুনে বিশ্বাস হয়নি। এরপর নিজের চোখে দেখে অবিশ্বাস করতে পারলাম না। অবিশ্বাস্য হলেও সত্য; লিচু গাছে আম ধরেছে।

dhakapost
লিচু গাছে আম দেখছেন আব্দুর রহমান 

আব্দুর রহমানের প্রতিবেশী আহসান হাবিব বলেন, লিচুর সঙ্গে একটি আম ধরেছে। বিষয়টি দেখে অবাক লাগছে। চোখে না দেখলে বিশ্বাসই হতো না, লিচু গাছে আম ধরেছে।

এরই মধ্যে লিচু গাছে আম ধরার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ছবি দেখে দিনাজপুর থেকে লিচু গাছটি দেখতে এসেছেন আরফান আলী।

তিনি বলেন, রোববার রাতে ফেসবুকে দেখেছি লিচু গাছে আম ধরেছে। বিষয়টি নিয়ে কৌতূহল জাগে। তাই বন্ধুদের নিয়ে আজ দেখতে এলাম। দেখে সত্যি অবাক হলাম।

গাছ মালিক আব্দুর রহমান বলেন, ছয় বছর আগে আমার জামাই পঞ্চগড় থেকে লিচু গাছের চারাটি নিয়ে আসে। এরপর বাড়ির আঙিনায় চারাটি লাগাই। প্রায় তিন বছর ধরে গাছটিতে লিচু ধরে। কখনো এমন হয়নি। প্রথমবার ভিন্ন দৃশ্য দেখা গেল।

dhakapost
লিচু গাছে আম

তিনি আরও বলেন, শনিবার সকালে আমার নাতি এসে বলে নানা লিচু গাছে আম ধরেছে। বিষয়টি প্রথমে শুনে হেসেছি। কিন্তু যখন সে আমাকে গাছের কাছে নিয়ে গেল তখন দেখে অবাক হলাম। লিচু গাছের ডালে ১৭টি লিচুর মাঝে একটি আম ঝুলে আছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আবু হোসেন বলেন, ইতোমধ্যে আমরা লিচু গাছটি পরিদর্শনে গেছি। লিচু গাছে আম কখনো ধরে না। এরপরও লিচু গাছটিতে একটি আম ধরেছে। যেহেতু এমন ঘটনা দেশে প্রথম; তাই বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি। কিছুদিন পর আসল বিষয়টি বোঝা যাবে।

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক তৃণমূল সংবাদ
Theme Customized BY Theme Park BD