তৌহিদুল ইসলাম রুবেলঃ সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ৯২ তম জন্মদি উপলক্ষে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বরিশালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ১৯৩০ সালের ৮ ই আগস্ট টুঙ্গিপারায় তার জন্ম।
বরিশালের সরকারি বি.এম কলেজ, ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে বৃক্ষ রোপন অভিযান করা হয়। সরকারি বি.এম কলেজ এর বৃক্ষরোপন অভিযান এর শুভ উদ্ভোধন করেন কলেজ উপাধ্যাক্ষ প্রফেসর এস এম কাইয়ুম উদ্দিন আহম্মদ।এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বৃক্ষরোপন অভিজানের শুভ উদ্ভোধন করেন অধ্যক্ষ প্রফেসর মোস্থফা কামাল এবং উপাধ্যাক্ষ প্রফেসর মো: হারুন অর রসিদ ও দায়িত্বরত শিক্ষক মো: দেলোয়ার হোসেন। এছাড়া ও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট বরিশাল ইউনিট এর উপ যুবপ্রধান -১ সুদীপ্ত দাস দীপ্ত ও উপ যুবপ্রধান – ২ সানজিদা ইলমা সহ সকল কার্যনির্বাহী সদস্যগন এ ছাড়াও উপস্থিত ছিলেন উক্ত কলেজসমুহের দলনেতা ও উপদলনেতাগন।