তৃণমূল ডেক্সঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক হয়েছেন আল মামুন।
রোববার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার জীবন ও কর্মের ওপর আয়োজিত আলোচনা সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভা শেষে ২৫ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আংশিক কমিটির নাম প্রকাশ করা হয়।
এতে সহ-সভাপতি হয়েছেন মুহাম্মদ আরিফুজ্জামান নুরন্নবী, এম আই কে রাশেদুল ইসলাম রাশেদ, আমিনুল ইসলাম বুলবুল, শাহজাহান ইসলাম, শাহজাহান কবির, সরোয়ার আলম চৌধুরী মনি, ইঞ্জিনিয়ার আবু হানিফা, আশরাফুল ফাহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মিজানুর রহমান লিটন, শের সম্রাট খান, মহব্বত হোসেন মোল্লা, মেহেদী মাহমুদ রেজা, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এ এম রাসেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার আল মামুন, সাথী আক্তার, শাহরিয়ার হক সজীব।
এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন সুফি মহমদ শেখ সুজন, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান রাজু, সমাজকল্যাণ সম্পাদক মমিনুর রহমান, শ্রম ও জনশক্তি সম্পাদক শরিফুল ইসলাম এবং সদস্য নির্বাচিত হয়েছেন আসিবুর রহমান খাঁন, মনির হোসেন মোল্লা ও ফিরোজ আহমেদ সুজন