1. admin@dainiktrinamoolsangbad.com : admin :
রবিবার, ০৪ জুন ২০২৩, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় পরিত্যক্ত ভবনে লাইব্রেরী” প্রচন্ড তাপদাহে টিনশেডে শিশুদের ক্লাস! মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের “সভাপতি নাজমুল-সম্পাদক কামরুল! হিজলায় প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে এফ এ আর গ্রুপের গরু বিতরণ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’ ভান্ডারিয়ায় কলেজ পর্যায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক “নুরুজ্জামান হাওলাদার ঘূর্ণিঝড়ে জন্ম নিয়েছে শিশু” মা’ নাম রেখেছে মোখা! ভান্ডারিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কমিটি গঠন, সভাপতি মনির-সম্পাদক পলাশ! পিরোজপুর জেলা জাতীয় যুব সংহতির”  হাফিজুর রহমান আহবায়ক ও আবুল কালাম সদস্য সচিব। মঠবাড়িয়ায় মানবসেবা সংগঠনের পক্ষ থেকে অসুস্থ ছাত্রীকে “আর্থিক সহায়তা। র‌্যাবের অভিযানে “মঠবাড়িয়া পুলিশের উপর হামলার ৫ আসামি গ্রেপ্তার। আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে ভান্ডারিয়ায় যুব মহিলাদের প্রশিক্ষণ।

মানবদেহে যে ব্লাড গ্রুপ থাকলে’ করোনায় মৃত্যুর ঝুঁকি বেশি

নিজস্ব প্রতিনিধি:-
  • আপডেট সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩১৪ বার পঠিত

মানবদেহে যে ব্লাড গ্রুপ

 করোনায় মৃত্যুর ঝুঁকি বেশি

নিজস্ব প্রতিনিধি:- সম্প্রতি কিংস কলেজ লন্ডনের একটি গবেষণা কার্য পরিচালনা করা হয়। পিএলওএস জেনেটিক্স জার্নালে প্রকাশিত হওয়া ওই গবেষণাটির উদ্দেশ্য ছিলো ব্লাড গ্রুপের সঙ্গে করোনায় মৃত্যুর সম্পর্ক খুঁজে বের করা। আর এতেই গবেষকরা জানতে পেরেছেন চাঞ্চল্যকর কিছু তথ্য।

সাধারণত মানুষের রক্তের গ্রুপ চার ধরনের হয়ে থাকে। এগুলো হলো এ, বি, এবি এবং ও। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এই রক্তের গ্রুপের গুরুত্ব অপরিসীম। এসব ব্লাড গ্রুপে করোনা ভিন্ন ভিন্ন উপায়ে তার আগ্রাসন শরীরে কায়েম করে বলে গবেষকরা জানিয়েছেন।

হাসপাতালে অসংখ্য রোগী দেখে বিশেষজ্ঞরা জানতে চেষ্টা করেছেন কোন ব্লাড গ্রুপের মানুষের মধ্যে বেশি সমস্যা দেখা যাচ্ছে। গবেষণায় দেখা যায়, এ ব্লাড গ্রুপের রক্ত যাদের শরীরে আছে তারাই এই রোগে বেশি আক্রান্ত হতে পারেন। তাই এই গ্রুপের রক্তের অধিকারী ব্যক্তিদের অবশ্যই সতর্ক থাকতে হবে বলে মনে করেন চিকিৎসকরা। কারণ করোনা ভাইরাসের কবলে এলে তাদের সমস্যা হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় কিছুটা হলেও বেশি।

গবেষণায় গুরুতর করোনার সঙ্গে জড়িত হতে পারে বলে ৩ হাজার প্রোটিন চিহ্নিত করে পরীক্ষার কার্য শুরু করা হয়। এক্ষেত্রে গবেষণা শেষে বিজ্ঞানীরা ৬টি এমন প্রোটিন চিহ্নিত করেন যা গুরুতর করোনার সঙ্গে জড়িত। এদিকে ৮টি এমন প্রোটিন পাওয়া গেছে যা এই ইনফেকশন থেকে মানুষকে বাঁচাতে পারে। এই গবেষণা অনুযায়ী, এমন একটি প্রোটিন ইতোমধ্যেই পাওয়া গিয়েছে যা গুরুতর রোগও তৈরি করতে পারে।

এই গবেষণার মাধ্যমে আরও যা জানা যায় তাহলো এনজাইম। এর মাধ্যমে বোঝা যাবে কার হাসপাতালে ভর্তি হতে হবে এবং কার অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হবে। সেই সঙ্গে এ থেকে জানা যাবে ভবিষ্যতে গুরুতর রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা।

তাই করোনাকে জয় করার আত্মবিশ্বাসে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে একদমই ভুলে যাওয়া চলবে না। গবেষকরা মনে করছেন, করোনা বিধি মানতে পারলেই আপনি ও সমাজ সুরক্ষিত থাকবেন। ভ্যাকসিন নেওয়ার পরও ভিড়কে এড়িয়ে চলার গুরুত্ব দেন তারা।

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক তৃণমূল সংবাদ
Theme Customized BY Theme Park BD