………অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম
নিজস্ব প্রতিনিধি:- পিতা-মাতার অবাধ্য হওয়া যাবে না। তাদের দেখা শুনা করতে হবে এবং ভরণ পোষণ দিতে হবে। পিতা-মাতার পাশাপাশি দাদা-দাদিরও দেখমত করতে হবে। এক সময় আমরাও বৃদ্ধি হয়ে যাব। আমরা যদি বৃদ্ধদের খেদমত না করি তাহলে বৃদ্ধ বয়সে আমরাও কারো সাহায্য আশা করতে পারবনা।
গত (৮ এপ্রিল) শুক্রবার মঠবাড়িয়ার মূল ভূখন্ড থেকে সম্পূর্ণ আলাদা বলেশ্বর নদীর বুক চিরে গড়ে ওঠা (দ্বীপ মাঝেরচর) এর পূর্ব পাড়া সাইকোন শেল্টার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় পূর্ব মূহূর্তে মুসল্লীদের উদ্দেশ্যে এ কথাগুলো বলেছেন। মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম।
তিনি বলেন, মাঝের চরের মানুষ কেমন আছেন তা দেখার জন্যই মাহে রমজানে আপনাদের কাছে এসেছি। শুনেছি এখানকার মানুষ শান্তশিষ্ট ও ধর্ম পরায়ন। জানি আপনারা সবসময়ই আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। মাঝের চর বাসির অপরাধ সংক্রান্ত তেমন কোন অভিযোগ আমাদের কাছে আসে না। জানি আপনারা প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই সংগ্রাম করে টিকে থাকেন আপনাদের প্রতি আল্লাহর রহমত আছে বিদায় ভালো আছেন। এ সময় তিনি মাহে রমজানের তাৎপর্য নিয়েও আলোচনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, আমি মঠবাড়িয়া-ভান্ডারিয়াকে মাদক মুক্ত করতে চাই। মাদক সম্পর্কে কোন তথ্য থাকলে আমাদের জানাবেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। মাদকের পাশাপাশি কেউ যদি অন্য কোন অপরাধের সাথে জড়িয়ে যায় যেমন সন্ত্রাসী কার্যক্রম ইভটিজিং (যৌন হয়রানি) নেশায় আসক্ত ও কিশোর গ্যাং দের তথ্য আমাদের জানাবেন। তাদেরকে কাউন্সিলিং (স্বাভাবিক বুঝিয়ে) এর মাধ্যমে সঠিক পথে আনার চেষ্টা করবো।
এসময় স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বেপারী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।