তৃণমূল প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে কলেজ পর্যায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক যাচাই পূর্বক ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক উপজেলা ব্যাপী শ্রেষ্ঠ কলেজ পর্যায় শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আমান উল্লাহ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক, ইংরেজি মোঃ নুরুজ্জামান হাওলাদার।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহুরুল আলম তৃণমূল সংবাদকে বলেন মোঃ নুরুজ্জামান হাওলাদার সুনামের সাথে কলেজ পর্যায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, প্রশিক্ষণ ও সৃজনশীল প্রশ্ন তৈরির দক্ষতা, ডিজিটাল কন্টেন্ট তৈরি ও শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার, গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা, শ্রেণি পাঠদানে সক্ষমতাসহ বিভিন্ন কৃতিত্ব মূল্যায়নে এ শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়েছে।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’ নির্বাচিত করা হয়েছে।