ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ও পৌর যুবদলের সদ্যঘোষিত আংশিক আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় তারা কমিটি গঠনে দায়িত্ব প্রাপ্ত যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতাদের অনৈতিকভাবে অর্থ লেনদেনের মাধ্যমে কমিটি দেওয়ার অভিযোগ তুলেন।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীর অংশগ্রহণে বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম বাবু, জিহাদ মুন্সি, রুবেল সরদার, মনির সরদার প্রমুখ
এসময় বক্তারা বলেন আবুল কালাম মল্লিক ওশামিম হাওলাদার এসএসসি পাস করেনায় তাদের দিয়ে কিভাবে কেন্দ্রীয় কমিটি অনৈতিকভাবে অর্থ লেনদেনের মাধ্যমে পদ বিক্রি করেছে। অবিলম্বে উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা না করা হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো এবং এই অবৈধ কমিটি দেওয়ার পেছনে যাদের হাত আছে তাদের ভান্ডারিয়া থেকে উচ্ছেদ করা হবে।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত একটি নোটিশে ভান্ডারিয়া উপজেলা যুবদলের আহবায়ক আবুল কালাম মল্লিক এবং সদস্য সচিব শামীম হাওলাদার, পৌর যুবদলের আহবায়ক মেহেদী হাসান মুন্সি ও জাহিদুল ইসলাম রনি মোল্লাকে সদস্য সচিব করে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষনা করেন।