ভান্ডারিয়া প্রতিনিধিঃ সোমবার ভান্ডারিয়ায় হামদার্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ )বাংলাদেশ এর উদ্দ্যোগে
ভান্ডারিয়ায় হামদর্দ পল্লি চিৎিসক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়।পল্লি চিকিৎসক লতিফ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের প্রধান অথিতি আকতারুজ্জামান (সিনিয়র জেড, এম) হামদার্দ ল্যাবরেটরীজ খুলনা জোন , বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন মোরশেদ আলম , হামদার্দ ল্যাবরেটরীজ বাগের হাট এরিয়া ম্যানেজার , ভান্ডারিয়া হামদার্দ প্রতিনিধি মাছুম বিল্লাহ ।এছাড়া কর্মরত চিকিৎসক বৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করেন ক্বারী নজরুল ইসলাম ।