পিরোজপুরের ভান্ডারিয়ার ঐতিহ্যবাহী মিয়া বাড়ির প্রাচীন মোগল আমলের মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় সংস্করণ করা হয় যা ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া ভিডিও কলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন ।
উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক হান্নান মিয়া, পিরোজপুর জেলা প্রসাশক সাজ্জাদ হোসেন ,ইউএনও ভান্ডারিয়া নাজমুল আলম নবীন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল আঞ্চলিক পরিচালক আফরোজা খানম মিতা ,ইন্জিনিয়ার ফিরোজ আহমেদ , সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।