ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয় করনের আন্দোলন বেগবান করার লক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত ০৬ মে ২০২৩ ইং তারিখ ভান্ডারিয়া উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সম্মেলন অনুষ্ঠিত হয়। মোঃ মনির হোসেন হাওলাদার কে সভাপতি এবং মনোয়ার হোসেন পলাশ কে সাধারণ সম্পাদক করে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের বরিশাল বিভাগের আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন,পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ শাহ জাহান গাজী ও সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম এই কমিটি অনুমোদন দেন। কমিটিতে সহ সভাপতি মোঃ জাকির হোসেন,মাওঃ আব্দুল হাই, মোঃ আবুল বাশার, মোঃ রিয়াজ মাহমুদ মিঠু, মোঃ ফারুক আহমেদ চান,মোঃবাদল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর হাওলাদার, মোঃ মাসুম বিল্লাহ,মোঃ কাউছার আলম,সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান মনির,সহ সাংগঠনিক সম্পাদক কে এম জামাল হায়দার, মশিউর রহমান মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মোঃ মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক মোঃ মহিববুল্লাহ হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ রফিকুল ইসলাম, তথ্য ও প্রকাশনা সম্পাদক মোঃ আবুল হাসান,মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক লিজা আক্তার সহ সদস্য হিসেবে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা আছেন।
এর সাথে সাথে ভান্ডারিয়া উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আওতাধীন বাশিস ও মাদ্রাসা শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যেখানে ভান্ডারিয়া বিহারি লাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ বাদল হাওলাদার কে আহবায়ক ও নদমূলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সবুরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বাশিস এর কমিটি গঠন করা হয়। অপরদিকে দক্ষিণ গাজিপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ আঃ হাই কে আহবায়ক ও ভান্ডারিয়া শাহাবুদ্দিন ফাযিল স্নাতক মাদ্রাসার সহঃ গ্রন্থাগারিক মোঃ মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট মাদ্রাসা শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়।